মোঃ রাফিকুল ইসলাম রিয়াদ
বরেন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
বরেন্দ্র ইউনিভার্সিটি রিসার্চ ক্লাব-এর নতুন নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এটি ক্লাবটির দ্বিতীয় নির্বাহী কমিটি। দীর্ঘদিন ধরে ক্লাবটি গবেষণার প্রসার, শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি এবং নানা প্রশিক্ষণের মাধ্যমে একাডেমিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
নতুন এই কমিটির মাধ্যমে ক্লাবের কার্যক্রম আরও গতিশীল হবে এবং গবেষণামূলক চর্চার ক্ষেত্র আরও প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে। ক্লাবটির অভ্যন্তরীণ সূত্রে জানা যায়, আগামীতেও বিভিন্ন ওয়ার্কশপ, সেমিনার, গবেষণা প্রকল্প এবং আন্তর্জাতিক মানের ট্রেনিং প্রোগ্রাম আয়োজনের পরিকল্পনা রয়েছে।
উল্লেখযোগ্য যে, বর্তমানে এটি বরেন্দ্র ইউনিভার্সিটির সবচেয়ে বড় ছাত্রসংগঠন। ক্লাবটির সদস্য সংখ্যা ইতোমধ্যে ১৫০০ ছাড়িয়ে গেছে। ক্লাবটি শিক্ষার্থীদের মধ্যে গবেষণামুখী মানসিকতা গড়ে তোলার অন্যতম প্রধান প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।