বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি;
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এর ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য কে হত্যার ঘটনার তিব্র নিন্দা জানিয়েছেন ও বিচার দাবি করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।
বুধবার (১৪ মে) একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তিব্র নিন্দা জানিয়ে বিচারের দাবি করেছেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর ড আব্দুল আলিম ও সাধারণ সম্পাদক প্রফেসর ড মোহাম্মদ আমীরুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে তারা আরও জানান, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতৃবৃন্দ মনে এটা শুধু একজন মানুষের হত্যা ছিল না, এটা ছিল হাজারো স্বপ্নের মৃত্যু। আমরা আমাদের ছেলে সাম্যোর জন্য বিচার চাই। আমাদের সন্তানের হত্যার বিচার চাই। জবাব দিতে হবে অন্তর্বর্তী সরকারকে।
উল্লেখ্য এর আগে মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাত ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যকে (২৫) রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাপিয়া আক্তার
রাজশাহী বিশ্ববিদ্যালয়
১৪ মে, ২০২৫ খ্রি.