ক্যাম্পাস প্রতিনিধি
রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের দ্রুত বাস্তবায়ন এবং প্রশাসনিক কার্যক্রম শুরুর দাবিতে সময়সীমা বেঁধে দিয়েছেন। তারা আগামী ১৮ মে’র মধ্যে অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের প্রজ্ঞাপন এবং আগামী এক মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ অধ্যাদেশ জারির দাবি জানিয়েছেন।
শনিবার (১৭ মে) রাজধানীর ইডেন কলেজে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি না মানা হলে ১৯ মে (সোমবার) থেকে আবারও আন্দোলনে নামবেন তারা। তবে এবার সাধারণ মানুষের ভোগান্তি এড়াতে সড়ক অবরোধ নয়, সংশ্লিষ্ট সরকারি মন্ত্রণালয় ঘেরাওয়ের কর্মসূচি গ্রহণ করা হবে।
শিক্ষার্থীরা জানান, সাত কলেজের শিক্ষার্থীদের দীর্ঘদিনের আন্দোলনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে একটি নতুন বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব দিয়েছে। অধিভুক্তি বাতিলের সিদ্ধান্ত কার্যকর হলেও এখনো অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের প্রজ্ঞাপন জারি না হওয়ায় শিক্ষার্থীরা উদ্বিগ্ন।
শিক্ষার্থীরা আরও বলেন, এবার আন্দোলনের কৌশল হবে সচেতন ও দায়িত্বশীল। তারা জনদুর্ভোগ সৃষ্টি না করে কাঙ্ক্ষিত দাবিগুলোর জন্য প্রশাসনিক চাপ সৃষ্টি করবেন।