বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এন্ট্রি লেভেলের শূন্য পদে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নারী কোটা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বিষয়টি নিশ্চিত করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন বৃহস্পতিবার (২২ মে) বিভাগটির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এন্ট্রি লেভেলের শূন্য পদে শিক্ষক নিয়োগে সুপারিশের ক্ষেত্রে নারী কোটার বিষয়ে সরকার নতুন সিদ্ধান্ত নিয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, “বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এন্ট্রি লেভেলে শূন্য পদে শিক্ষক নিয়োগে নারী কোটা আর বহাল থাকবে না।”
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১-এর পরিশিষ্ট-ঘ এর (ক) অংশে বিদ্যালয় পর্যায়ের ক্রমিক ২৪-এ ‘সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা)’ এবং (খ) অংশে কলেজ পর্যায়ের ক্রমিক ১৫-এ ‘শরীর চর্চা শিক্ষক’ পদে নিয়োগের ক্ষেত্রে পূর্ব নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা ও শর্ত অপরিবর্তিত থাকবে।