প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাকসু নির্বাচন স্থগিতের দাবি নিয়ে হাইকোর্টে রিট আবেদন

ফাইল ছবি

সোমবার (৮ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় একটি রিট আবেদন দাখিল করা হয়েছে।

এর আগে জাকসু নির্বাচন কমিশনের রিটার্নিং অফিসার এ কে এম রাশিদুল আলম জানান, নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের অস্থিতিশীলতা বা নিরাপত্তা ঝুঁকি এড়াতে সেনাবাহিনী মোতায়েনের জন্য অনুরোধ জানানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর উপস্থিতি অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণ নিশ্চিত করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন ঘিরে ক্যাম্পাসে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

১৯৭২ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত মাত্র নয়বার জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ ১৯৯৩ সালের ২৯ জুলাই এক শিক্ষার্থীকে বহিষ্কারকে কেন্দ্র করে ছাত্র-শিক্ষক সংঘর্ষের জেরে জাকসু ও হল সংসদ বাতিল করা হয়। এরপর থেকে আর কোনো নির্বাচন হয়নি।

আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্রশিবির, বামপন্থী সংগঠনসহ বিভিন্ন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বৈষম্য বিরোধী আন্দোলনে সক্রিয় থাকা একাধিক শিক্ষার্থীও এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন।

উল্লেখ্য, এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ বাতিল করে আপিল বিভাগ। এর ফলে ৯ সেপ্টেম্বরই অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। গত ৩ সেপ্টেম্বর প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন। এর আগে ১ সেপ্টেম্বর হাইকোর্ট নির্বাচন স্থগিতের ঘোষণা দিলে চেম্বার আদালত তা সাময়িকভাবে স্থগিত করেছিলেন। ডাকসু নির্বাচনে এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে ‘অপরাজেয় ৭১’, ‘অদম্য ২৪’ প্যানেলের প্রার্থী বি এম ফাহমিদা আলম এই রিট দায়ের করেছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়