প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১২:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৪৭তম বিসিএস প্রিলি ১৯ সেপ্টেম্বর, প্রবেশপত্র ডাউনলোডে ব্যস্ত পরীক্ষার্থীরা

ছবি : তথ্য ভান্ডার

৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৯ সেপ্টেম্বর। এ পরীক্ষায় অংশ নিতে ইতোমধ্যে প্রার্থীদের জন্য প্রবেশপত্র ডাউনলোডের সুযোগ উন্মুক্ত করা হয়েছে।

পিএসসির বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রবেশপত্র ডাউনলোড করা যাবে কমিশনের ওয়েবসাইট" bpsc.gov.bd " থেকে। এ বিসিএসে আবেদন করেছেন ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন প্রার্থী।

গত বছরের ২৮ নভেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪৭তম বিসিএসে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে যার মধ্যে ক্যাডার পদ ৩ হাজার ৪৮৭ এবং নন–ক্যাডার পদ ২০১।

সবচেয়ে বেশি নিয়োগ থাকবে স্বাস্থ্য ক্যাডারে (সহকারী সার্জন ১,৩৩১ ও সহকারী ডেন্টাল সার্জন ৩০), মোট ১,৩৬১ জন। প্রশাসন ক্যাডারে ২০০, পুলিশ ক্যাডারে ১০০, কৃষি ক্যাডারে ১৬৮ এবং সাধারণ শিক্ষা ক্যাডারে ৯২৯ জন প্রভাষক নিয়োগ দেওয়া হবে। এছাড়া কারিগরি ও পেশাগত ক্যাডারে পদ রয়েছে ১,৮৮৩টি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়