আগামী শুক্রবার, ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। আজ মঙ্গলবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) তাদের ওয়েবসাইটে এ সংক্রান্ত সময়সূচি, আসন বিন্যাস এবং পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রকাশ করেছে।
এবারের ৪৭তম বিসিএসে আবেদন করেছেন মোট ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী। বিজ্ঞপ্তি অনুযায়ী ক্যাডার পদ রয়েছে ৩ হাজার ৪৮৭টি এবং নন-ক্যাডার পদ ২০১টি। সব মিলিয়ে ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এ বিসিএসে কিছু নতুন পদও যুক্ত করা হয়েছে।
তারিখ: ১৯ সেপ্টেম্বর ২০২৫
সময়: সকাল ১০টা থেকে দুপুর ১২টা
কেন্দ্র: ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ (মোট ৮টি বিভাগীয় শহর)
সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। এর পর হলে ঢোকার সুযোগ থাকবে না। পরীক্ষার কক্ষ ও আসনসংক্রান্ত তথ্য প্রার্থীদের মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানানো হবে।
সকাল ৯:৩০–৯:৫৫ এর মধ্যে উত্তরপত্র বিতরণ করা হবে। প্রতিটি হলে থাকবে ৪ ধরনের সেট (১, ২, ৩ ও ৪)। সকাল ১০টায় প্রশ্নপত্র বিতরণ শুরু হবে।
পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন, বই, ঘড়ি, ক্যালকুলেটর, ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক/ক্রেডিট কার্ডসদৃশ যন্ত্র, গহনা ও ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ। এসব সঙ্গে থাকলে পরীক্ষায় অংশ নেওয়া যাবে না।
পরীক্ষার্থীদের কান খোলা রাখতে হবে। কানে হিয়ারিং এইড ব্যবহারের প্রয়োজন হলে বিশেষজ্ঞ চিকিৎসকের সনদ ও কমিশনের অনুমতি বাধ্যতামূলক।
প্রশ্নপত্রে থাকবে ২০০টি বহুনির্বাচনী (MCQ) প্রশ্ন। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর, আর প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা হবে ০.৫০ নম্বর।
প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য পিএসসি বিশেষ ব্যবস্থা রেখেছে। কমিশনের মনোনীত শ্রুতলেখক ছাড়া অন্য কেউ পরীক্ষায় সহায়তা করতে পারবে না। দৃষ্টিপ্রতিবন্ধীরা প্রতি ঘণ্টায় অতিরিক্ত ১০ মিনিট সময় পাবেন, আর অন্যান্য প্রতিবন্ধী পরীক্ষার্থীরা পাবেন ৫ মিনিট অতিরিক্ত সময়।