এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের আন্দোলন ঘিরে উত্তেজনা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রোববার (১২ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাব এলাকায় আন্দোলনকারী শিক্ষক ও পুলিশের মুখোমুখি অবস্থান তৈরি হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
এর আগে সকাল থেকেই প্রেস ক্লাবের সামনে অবস্থান নিতে শুরু করেন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। ভাড়ি ভাতা, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতাসহ বিভিন্ন দাবিতে তারা সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরে পুলিশ আন্দোলনকারীদের প্রেস ক্লাব এলাকা ছেড়ে শহীদ মিনারে যাওয়ার অনুরোধ জানায়। কিন্তু তারা না সরলে পুলিশ সাউন্ড গ্রেনেড, জলকামান ও লাঠিচার্জের মাধ্যমে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এ সময় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, এতে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শিক্ষকরা পিছু হটলে প্রেস ক্লাব এলাকার যান চলাচল স্বাভাবিক হয়।