সরকার মাউশি ভেঙে গঠনের সিদ্ধান্ত নিয়েছে দুটি নতুন অধিদপ্তর: এক হবে ‘মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর’, অন্যটি ‘কলেজ শিক্ষা অধিদপ্তর’।
রোববার (১২ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সিফাত উদ্দিন স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয় সূত্রে বলা হয়েছে, প্রস্তাবটি প্রধান উপদেষ্টার অনুমোদন পেয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে মাধ্যমিক শিক্ষাকে পৃথক করে দুটি নতুন অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত হয়েছে। এর বাস্তবায়নের জন্য দুটি পৃথক অর্গানোগ্রাম ও কার্যতালিকা প্রস্তুত করতে ৬ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।