সরকারের আশ্বাসে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি স্থগিত করেছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।
মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে লংমার্চের মাধ্যমে ২০ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধি, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার দাবি জানানোর কথা ছিল তাদের।
‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর উদ্যোগে সারাদেশে চলমান কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে। শিক্ষকেরা ক্লাস ও পরীক্ষা বন্ধ রেখে শহীদ মিনার চত্বরে অবস্থান করছেন এবং প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
এর আগে রবিবার প্রেস ক্লাব এলাকায় শিক্ষকদের বিক্ষোভে পুলিশ জলকামান ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরদিন সকালেও অবস্থানরত শিক্ষক-কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ করেন।
শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাতা বাড়ানোর বিষয়ে সরকার ইতিবাচক মনোভাব পোষণ করছে। দ্রুত সমাধানের জন্য দুই মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ে বৈঠক চলছে।
সরকারের পক্ষ থেকে কিছুটা সময় চাওয়ায় শিক্ষক নেতারা আপাতত ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন। তবে দাবি পূরণের প্রজ্ঞাপন না আসা পর্যন্ত কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি চলবে বলেও জানিয়েছেন তারা।