পাপিয়া আক্তার, বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, রাবি:
প্রতিবছরের ন্যায় এবারও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রাঙ্গণে ফুটেছে জারুল আর সোনালু ফুলের অপরূপ বাহার। গ্রীষ্মের এই প্রখর রোদ আর হালকা বাতাসে মুগ্ধতা ছড়াচ্ছে নীল ও বেগুনি জারুল আর হলুদ সোনালু ফুল। এটি প্রকৃতিকে করছে আরও উজ্জ্বল ও মুগ্ধ করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ভ্রমণপিপাসুদের।
বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট থেকে শুরু করে প্রশাসন ভবন, চারুকলা অনুষদ, শহীদ মিনার চত্বরে ছড়িয়ে আছে এই রঙিন। প্রতিদিন বিভিন্ন ফটোগ্রাফার ও প্রকৃতিপ্রেমীরা ভিড় করছেন এই দৃশ্য ক্যামেরাবন্দি করতে। বিকাল হলেই তারা এই ফুলের ছায়ায় বসে কাটাচ্ছেন প্রিয় মুহূর্ত।
এ বিষয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সানজিদা ইয়াসমিন মিম বলেন, রাবির গ্রীষ্মকালের সবচেয়ে সুন্দর দৃশ্য এটি। সকাল-বিকেল ক্যাম্পাসে হাঁটতে বের হলে মনটা ভরে যায়। এই সময়টা আমাদের ক্লান্ত জীবনেও একটু শান্তি এনে দেয়।
আরেক শিক্ষার্থী বলেন, এই কাঠফাটা রোদের মধ্যেও এগুলা চোখে পড়লে ভালো লাগে। রাস্তার সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দেয় এগুলো।
শিক্ষক, শিক্ষার্থীসহ বাইরের ঘুরতে আসা মানুষ মনে করেন- এই ফুলগুলো শুধু ক্যাম্পাসের সৌন্দর্যই বৃদ্ধি করে না, বরং প্রকৃতির প্রতি মায়াও বাড়িয়ে দেয়।
তবে এখনো শেষ হয়নি এই ফুলেল ঋতু। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই রঙিন প্রাঙ্গণ আপনাকেও ডেকে নিচ্ছে প্রকৃতির এই উৎসবে মাতোয়ারা হতে।