প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রীর পদত্যাগের পর অন্তর্বর্তী নেতৃত্বে কার্কি

ছবি : ফাইল

নেপালে সপ্তাহজুড়ে সহিংস দুর্নীতি-বিরোধী আন্দোলনের পর অবশেষে দেশের অন্তর্বর্তী নেতা হিসেবে শপথ নিলেন সাবেক প্রধান বিচারপতি সুশিলা কার্কি। প্রধানমন্ত্রী কে.পি. শর্মা ওলির পদত্যাগের পর অস্থির পরিস্থিতিতে নতুন নেতৃত্বের দায়িত্ব পেলেন তিনি।

রাষ্ট্রপতি রামচন্দ্র পাওডেলের কার্যালয় জানিয়েছে, সেনাপ্রধান অশোক রাজ সিগদেল এবং আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার ভিত্তিতেই কার্কির নাম চূড়ান্ত হয়। আন্দোলনকারীরাই তাকে নেতৃত্বের প্রস্তাব দেন।

এই আন্দোলন, যা ইতোমধ্যেই পরিচিতি পেয়েছে “জেন জি আন্দোলন” নামে, তাতে প্রাণ হারিয়েছেন অন্তত ৫১ জন, আহত হয়েছেন আরও ১ হাজার ৩০০ জনের বেশি মানুষ। তরুণ প্রজন্মের নেতৃত্বে গড়ে ওঠা এই আন্দোলনের সূচনা হয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার সিদ্ধান্ত থেকে। যদিও পরে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়, সহিংসতা থামে কেবল ওলির পদত্যাগের পর।

২০১৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত নেপালের প্রধান বিচারপতির দায়িত্বে থাকা সুশিলা কার্কি সততা, দৃঢ়তা এবং দুর্নীতিবিরোধী অবস্থানের কারণে দেশজুড়ে আস্থার প্রতীক হয়ে উঠেছিলেন। এবার অন্তর্বর্তী নেতা হিসেবে তিনি কি নেপালের সংকট উত্তরণের পথ দেখাতে পারবেন সেই দিকেই তাকিয়ে আছেন সবাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়