প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদারে আগ্রহী বাংলাদেশ: প্রধান উপদেষ্টা ইউনূ

প্রধান উপদেষ্টার সঙ্গে সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) ব্রেন্ডন লিঞ্চের বৈঠক। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও গভীর বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলতে চায়।

সোমবার (১৫ সেপ্টেম্বর) ঢাকায় সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) ব্রেন্ডন লিঞ্চের সঙ্গে বৈঠকে তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ। এটি আমাদের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ভারসাম্যহীনতা হ্রাস, মার্কিন কৃষিপণ্য আমদানি সম্প্রসারণ, এলপিজি ও বেসামরিক বিমান ক্রয়, মাদক নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং রোহিঙ্গা মানবিক সংকটসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

ড. ইউনূস জানান, বাংলাদেশ আমদানি বাড়াতে প্রস্তুত এবং আশা করে যুক্তরাষ্ট্রও শুল্ক হ্রাসে উদ্যোগী হবে। এতে টেকসই ও পারস্পরিক উপকারী বাণিজ্য অংশীদারত্ব আরও মজবুত হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, ইউএসটিআর দক্ষিণ এশিয়ার পরিচালক এমিলি অ্যাশবি, এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং ইউএস চার্জে ডি’অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়