প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ০১:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলীয় সাংবাদিককে প্রশ্নে ট্রাম্পের ক্ষোভ, আলবানিজকে নালিশের হুমকি

ছবিঃ সংগ্রহীত।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগত সম্পদ ও ব্যবসা নিয়ে প্রশ্ন করায় অস্ট্রেলীয় গণমাধ্যম এবিসির সাংবাদিক জন লায়ন্সের ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। এতটাই চটে যান তিনি যে সতর্ক করে বলেন, এ ধরনের প্রশ্নের কারণে ‘অস্ট্রেলিয়ার ক্ষতি’ হতে পারে। এমনকি প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে আসন্ন বৈঠকে ওই সাংবাদিকের বিষয়ে সরাসরি নালিশ করার হুমকিও দেন ট্রাম্প।

ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার, হোয়াইট হাউসের লনে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতার সময়। তখন এবিসির *ফোর কর্নারস* অনুষ্ঠানের জন্য তথ্য সংগ্রহ করছিলেন লায়ন্স। তিনি ট্রাম্পকে প্রশ্ন করেন, দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকে তাঁর সম্পদের পরিমাণ কতটা বেড়েছে। উত্তরে ট্রাম্প বলেন, বিষয়টি তাঁর জানা নেই, কারণ এখন তাঁর পারিবারিক প্রতিষ্ঠান ‘ট্রাম্প অর্গানাইজেশন’ পরিচালনা করেন তাঁর সন্তানরা।

লায়ন্স জানতে চান, প্রেসিডেন্ট থাকা অবস্থায় ব্যবসা চালানো কতটা যুক্তিসঙ্গত। ট্রাম্প জবাব দেন, তিনিই ব্যবসায় যুক্ত নন, সব কিছু সামলাচ্ছেন তাঁর সন্তানরা। এরপর হঠাৎ লায়ন্সের উৎস জানতে চান প্রেসিডেন্ট। সাংবাদিক যে অস্ট্রেলিয়া থেকে এসেছেন জানতে পেরে ট্রাম্প সুর চড়ান এবং অভিযোগ করেন, এই ধরনের প্রশ্ন আসলে ‘অস্ট্রেলিয়ার স্বার্থের বিরুদ্ধেই যাচ্ছে।’

তিনি বলেন, “আমার মনে হচ্ছে, আপনি আপনার দেশকেই ক্ষতিগ্রস্ত করছেন। আপনার প্রধানমন্ত্রী (আলবানিজ) তো শিগগিরই আমার সঙ্গে দেখা করবেন। আমি তাঁকে আপনার ব্যাপারে বলব।”

এরপর আরও প্রশ্ন করার চেষ্টা করলে ট্রাম্প লায়ন্সকে থামিয়ে দিয়ে বলেন, “চুপ করুন।”

উল্লেখ্য, গত জুনে কানাডায় জি-২০ সম্মেলনের ফাঁকে ট্রাম্প-আলবানিজের বৈঠক হওয়ার কথা থাকলেও তা শেষ মুহূর্তে বাতিল হয়ে যায়। ফলে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তাঁদের প্রথম আনুষ্ঠানিক মুখোমুখি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। আলোচনায় প্রতিরক্ষা সহযোগিতা, অকার্স সাবমেরিন চুক্তি এবং ট্রাম্পের চাপের মুখে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাজেট বাড়ানো প্রসঙ্গ প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়