প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:১৯ বিকাল

প্রতিবেদক : আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিন ইস্যুতে

নিউইয়র্কে শান্তির ডাক, তেলআবিবে ক্ষোভের সুর

ফিলিস্তিনের পতাকা। ছবি: সংগৃহীত

নিউইয়র্কে আজ বিশ্বমঞ্চে দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষে বড়সড় কূটনৈতিক জমায়েত তবে ইসরাইল বলছে, এটি "সন্ত্রাসের উৎসবে সার্কাস"!

ফিলিস্তিন-ইসরাইল সংকটে দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানকে সামনে রেখে নিউইয়র্কে আজ (সোমবার, ২২ সেপ্টেম্বর) মুখোমুখি হচ্ছেন বিশ্বনেতারা। সৌদি আরব ও ফ্রান্সের যৌথ আহ্বানে আয়োজিত এই সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন বেশ কিছু প্রভাবশালী দেশের প্রতিনিধি। তবে এই বৈঠককে কেন্দ্র করে শুরু হয়েছে জোরালো কূটনৈতিক টানাপোড়েন।

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের তীব্র প্রতিক্রিয়া

সম্মেলন শুরুর আগেই এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। ইসরাইলের জাতিসংঘ দূত ড্যানি ড্যানন একে সরাসরি আখ্যা দিয়েছেন “একটি সার্কাস” হিসেবে।
তিনি বলেন, "এই বৈঠক মধ্যপ্রাচ্য সংকটের সমাধানে কোনোভাবেই সহায়ক নয় বরং এটি সন্ত্রাসবাদকে পুরস্কৃত করছে।"

তারা জানিয়েছে, ইসরাইল ও যুক্তরাষ্ট্র দু’দেশই এই বৈঠক বয়কট করবে। শুধু তাই নয়, ইসরাইল পশ্চিম তীরের কিছু অংশ দখলে নেয়ার পরিকল্পনা করছে, পাশাপাশি ফ্রান্সের বিরুদ্ধে কড়া পদক্ষেপের কথাও ভাবছে।

সম্মেলনে কারা থাকছেন, আর কারা অনুপস্থিত?

এই উচ্চপর্যায়ের আলোচনায় অংশ নিচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ। যদিও ফিলিস্তিনের ৮৯ বছর বয়সী প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস যুক্তরাষ্ট্র থেকে ভিসা না পাওয়ায় সশরীরে থাকতে পারছেন না তবে ভিডিও বার্তার মাধ্যমে সম্মেলনে অংশ নেবেন তিনি।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, যিনি সহ-আয়োজক, তিনিও থাকবেন ভিডিও লিংকে।

ফিলিস্তিনকে স্বীকৃতির ঢল ও নেতানিয়াহুর হুঁশিয়ারি

এদিকে রোববার যুক্তরাজ্য, কানাডা, পর্তুগাল ও অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। ধারণা করা হচ্ছে, ফ্রান্সসহ আরও ছয়টি পশ্চিমা দেশ শিগগিরই একই পথে হাঁটবে।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এর তীব্র বিরোধিতা করে বলেছেন, “ফিলিস্তিন রাষ্ট্র কখনো গঠিত হবে না। যারা এ স্বীকৃতি দিচ্ছে, তারা সন্ত্রাসবাদকে বড় পুরস্কার দিচ্ছে এটা আমরা হতে দেব না।”

সূত্র: টাইমস অব ইসরাইল, রয়টার্স

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়