প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ০১:৩৯ দুপুর

প্রতিবেদক : আন্তর্জাতিক ডেস্ক

হামাসের খোলা চিঠি ট্রাম্পকে

ছবিঃ সংগ্রহীত।

ফিলিস্তিন রাষ্ট্রকে একের পর এক দেশ স্বীকৃতি দিচ্ছে। এই প্রেক্ষাপটে নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে ফিলিস্তিনের সংগঠন হামাস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশে একটি চিঠি পাঠানোর পরিকল্পনা করেছে তারা। ফক্স নিউজের প্রতিবেদনে আলোচনায় জড়িত কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

চিঠির খসড়া ইতোমধ্যে প্রস্তুত হয়েছে এবং তা কাতারি মধ্যস্থতাকারীদের হাতে রয়েছে। চলতি সপ্তাহেই এটি ট্রাম্পের কাছে পৌঁছাতে পারে বলে আশা করা হচ্ছে।

খসড়ায় হামাস জানায়, তারা ৬০ দিনের যুদ্ধবিরতির নিশ্চয়তা চাইছে। এর বিনিময়ে তাদের হাতে থাকা জিম্মিদের অর্ধেককে তাৎক্ষণিক মুক্তি দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে।

ট্রাম্প বরাবরই দাবি করে আসছেন ৭ অক্টোবর ২০২৩-এর হামলার সময় আটক করা জিম্মিদের সবাইকে ফিরিয়ে দিতে হবে। সম্প্রতি ইংল্যান্ড সফরে গিয়েও তিনি বলেন, “জিম্মিদের এখনই মুক্তি দিতে হবে।”

এ মাসের শুরুতে ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প হামাসকে তার “শেষ সতর্কবার্তা” দেন। সেখানে তিনি লিখেছিলেন, “সবাই চায় জিম্মিরা ঘরে ফিরুক, সবাই চায় যুদ্ধের অবসান হোক। ইসরাইল আমার শর্ত মেনে নিয়েছে, এখন হামাসেরও সময় এসেছে সিদ্ধান্ত নেওয়ার। আমি স্পষ্ট জানিয়ে দিয়েছি  এই সতর্কবার্তার আর পুনরাবৃত্তি হবে না।”

জানা যায়, প্রায় দুই বছর আগে ৭ অক্টোবরের ঘটনার পরও গাজায় এখনও ৪৮ জন জিম্মি রয়েছেন বলে ধারণা করা হয়। এর মধ্যে অন্তত ২০ জন জীবিত আছেন বলে বিশ্বাস মার্কিন ও ইসরাইলি কর্মকর্তাদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়