সিরিয়া ও ইসরাইলের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা প্রশমনে একটি সমঝোতা চুক্তি চূড়ান্ত হওয়ার পথে রয়েছে বলে জানিয়েছেন মার্কিন এক জ্যেষ্ঠ রাষ্ট্রদূত। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিরিয়া বিষয়ক বিশেষ দূত টম ব্যারাক বলেন, এই সম্ভাব্য সমঝোতা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নিরাপত্তা চুক্তির দিকে প্রথম পদক্ষেপ হতে পারে।
সমঝোতায় ইসরাইলের হামলা বন্ধ এবং সিরিয়ার সীমান্তের কাছে কোনো ভারী সরঞ্জাম না রাখার বিষয়ে আলোচনা চলছে। তবে দামেস্ক আরও আশা করছে যে, এর মাধ্যমে ইসরাইলি সেনাদের দক্ষিণ সিরিয়া থেকে প্রত্যাহার নিশ্চিত করা হবে।
ব্যারাক জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তির অগ্রগতি দ্রুত করার চেষ্টা করছেন এবং চলতি সপ্তাহেই এর ঘোষণা আসতে পারে। তবে এখনও পুরোপুরি চূড়ান্ত অগ্রগতি হয়নি। তার ভাষায়, “সবাই আন্তরিকভাবে সমাধান খুঁজছে।”
গত ডিসেম্বর প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর থেকে অঞ্চলটিতে নতুন করে রাজনৈতিক অস্থিরতা শুরু হলেও ইসরাইল-সিরিয়া দ্বন্দ্ব আগের মতোই জিইয়ে আছে। ইসরাইল নতুন ইসলামপন্থি নেতৃত্বাধীন সরকারের প্রতি শত্রুভাবাপন্ন অবস্থান নিয়েছে এবং ওয়াশিংটনের মাধ্যমে সিরিয়াকে দুর্বল রাখার কৌশল চালিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, ১৯৭৪ সালের যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যানের পর থেকে ইসরাইল সিরিয়ায় এক হাজারেরও বেশি বিমান হামলা এবং ৪০০-র বেশি স্থল আক্রমণ চালিয়েছে। গত সপ্তাহে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা এ তথ্য প্রকাশ করেন।