প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৫১ বিকাল

প্রতিবেদক : আন্তর্জাতিক ডেস্ক

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্টকে ৫ বছরের কারাদণ্ড

ছবি: তথ্য ভান্ডার

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। অভিযোগ, লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে তিনি বিপুল অঙ্কের অবৈধ অর্থ নিয়েছিলেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ খবর নিশ্চিত করেছে।

রায়ের পর সারকোজি দাবি করেন, মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তবে আদালত দুর্নীতি ও অবৈধ প্রচারণার অর্থায়নসহ অন্য সব অভিযোগ থেকে তাকে খালাস দিয়েছে।

২০০৭ সালের নির্বাচনে প্রচারের জন্য গাদ্দাফির অর্থ ব্যবহার করেছিলেন বলে অভিযোগ আনে রাষ্ট্রপক্ষ। এর বিনিময়ে তিনি পশ্চিমা দেশগুলোর কাছে গাদ্দাফির ভাবমূর্তি নষ্ট করতে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছিলেন বলেও দাবি করা হয়।

৭০ বছর বয়সী নিকোলাস সারকোজি ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়