প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৫, ০৯:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পের আহ্বান: “নেতানিয়াহুকে পুরোপুরি ক্ষমা করে দিন”

ফাইল ছবি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলায় ‘সম্পূর্ণ ক্ষমা’ চেয়ে ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে ট্রাম্প বলেন, পাঁচ বছর ধরে চলা এসব মামলার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য কাজ করছে। তার দাবি, নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগগুলো “অযৌক্তিক ও রাজনৈতিকভাবে প্রণোদিত।” যদিও তিনি ইসরায়েলের বিচারব্যবস্থার স্বাধীনতাকে “পূর্ণ শ্রদ্ধা” জানান, তবুও মনে করেন এই মামলাগুলো ন্যায়বিচারের পথে অন্তরায়।

উল্লেখ্য, ঘুষ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগে গত পাঁচ বছর ধরে তিনটি মামলায় বিচারাধীন নেতানিয়াহু সব অভিযোগ অস্বীকার করে আসছেন।

অন্যদিকে, প্রেসিডেন্ট হারজগের কার্যালয় জানিয়েছে ট্রাম্পের বক্তব্যকে তারা ‘সম্মানের সঙ্গে’ গ্রহণ করেছে, তবে আইনি প্রক্রিয়া অনুযায়ী ক্ষমার জন্য আনুষ্ঠানিক আবেদন প্রয়োজন।

  • সর্বশেষ