প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২৫, ০৭:৪২ বিকাল

প্রতিবেদক : আন্তর্জাতিক ডেস্ক

জয়শঙ্করের-মন্তব্য

ভারতে অবস্থানের ব্যাপারে সিদ্ধান্ত সম্পূর্ণই হাসিনার

ছবি: তথ্য ভান্ডার

জুলাইয়ের অভ্যুত্থানের পর প্রধানমন্ত্রীর পদ থেকে সরে গিয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার ভবিষ্যৎ অবস্থান নিয়ে সিদ্ধান্ত নিতে হবে তাকেই এমন মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার (৬ ডিসেম্বর) এনডিটিভির সিইও ও এডিটর ইন চিফ রাহুল কানওয়ালের সঙ্গে এক আলাপচারিতায় এই বক্তব্য দেন তিনি।

নয়াদিল্লিতে অনুষ্ঠিত এইচটি লিডারশিপ সামিটের সাইডলাইনে রাহুল কানওয়াল জানতে চান শেখ হাসিনা কি ইচ্ছেমতো দীর্ঘ সময় ভারতে থাকতে পারবেন? জবাবে জয়শঙ্কর পরিষ্কারভাবে বলেন, “এটা ভিন্ন ধরনের প্রশ্ন। তিনি বিশেষ এক পরিস্থিতিতে এখানে এসেছেন, আর আমার মনে হয় সেই পরিস্থিতিই এখন তার ভবিষ্যৎ সিদ্ধান্তকে প্রভাবিত করছে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তারই।”

আলোচনায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা–দিল্লি সম্পর্ক নিয়েও মন্তব্য করেন। তিনি বলেন, বাংলাদেশে একটি বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করা জরুরি এ বিষয়ে ভারতের অবস্থান বরাবরের মতোই স্পষ্ট।

বাংলাদেশের চলমান রাজনীতির প্রসঙ্গ টেনে জয়শঙ্কর বলেন, “আমরা যা শুনেছি বিশেষ করে যাঁরা এখন ক্ষমতায় তাদের আগের নির্বাচনগুলো কীভাবে হয়েছে, সে বিষয়ে আপত্তি ছিল। যদি সমস্যার মূলেই নির্বাচন থাকে, তাহলে প্রথম পদক্ষেপ হওয়া উচিত একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা।”

বাংলাদেশ–ভারতের আগামীর সম্পর্ক নিয়ে আশাবাদ জানিয়ে তিনি আরও বলেন, “আমরা বাংলাদেশের অগ্রগতি ও স্থিতিশীলতা চাই। একটি গণতান্ত্রিক দেশ হিসেবে আমরা চাই জনগণের ইচ্ছাই গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে প্রতিফলিত হোক। আমি আশাবাদী, আগামীতে যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, তারা দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ ও পরিণত দৃষ্টিভঙ্গি বজায় রাখবে। পরিস্থিতিরও উন্নতি হবে বলে আশা করি।”

  • সর্বশেষ