ইরানে আটক সরকারবিরোধী বিক্ষোভকারীদের ফাঁসি কার্যকর করা হলে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, ফাঁসি বাস্তবায়ন হলে তেহরানের বিরুদ্ধে শক্ত অবস্থানে যাবে ওয়াশিংটন।
এমন সতর্কতার মধ্যেই মৃত্যুদণ্ডের তালিকায় থাকা এক তরুণ বিক্ষোভকারীর পরিচয় প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। সিএনএন নিউজ জানায়, ওই তরুণের নাম ইরফান সোলতানি, বয়স ২৬ বছর। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় পররাষ্ট্র দপ্তর জানায়, তাকে আগামী ১৪ জানুয়ারি ফাঁসি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
ওই পোস্টে আরও উল্লেখ করা হয়, মৌলিক অধিকার ও স্বাধীনতার দাবিতে আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে ইরান সরকার এখন পর্যন্ত ১০ হাজার ৬০০–এর বেশি মানুষকে গ্রেপ্তার করেছে। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আন্তর্জাতিক মহলে আগে থেকেই চাপে রয়েছে তেহরান।
ট্রাম্প বলেন, শান্তিপূর্ণ প্রতিবাদ দমন এক বিষয়, কিন্তু ব্যাপক হত্যাকাণ্ডের পর ফাঁসি কার্যকর করা হলে তার ফল ভালো হবে না ইরানের জন্য। ইরানি জনগণের পাশে দাঁড়াতে যুক্তরাষ্ট্র কী ধরনের পদক্ষেপ নিতে পারে এমন প্রশ্নে তিনি অর্থনৈতিক সহায়তাসহ বিভিন্ন সহযোগিতার ইঙ্গিত দেন।
বিশ্লেষকদের মতে, চলমান বিক্ষোভ, সম্ভাব্য ফাঁসি এবং যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সব মিলিয়ে ইরানের পরিস্থিতি আরও উত্তপ্ত ও জটিল হয়ে উঠতে পারে।