পিএসসি জানিয়েছে, ৪৯তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ) ফল আগামীকাল বৃহস্পতিবার প্রকাশ হতে পারে। তবে কোনো কারণে ফল প্রকাশে বিলম্ব হলে তা আগামী রোববার প্রকাশ করা হবে।
পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বুধবার দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ফলাফলের প্রক্রিয়া চলছে এবং কাজ সম্পন্ন হলে আগামীকাল তা প্রকাশ করা সম্ভব। যদি কাজ শেষ না হয়, তবে ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে রোববার পর্যন্ত।
উল্লেখ্য, ৪৯তম বিসিএসের লিখিত পরীক্ষা ১০ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয়, যা শুধুমাত্র ঢাকা মহানগরের কেন্দ্রে সম্পন্ন হয়।