প্রকাশিত : ০৭ মে, ২০২৫, ০৮:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় পর্যায়ে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট(২০২৪ -২০২৫) এর চাম্পিয়ান সাতক্ষীরার আইডিয়াল কলেজ

মোঃ রবিউল ইসলাম রবি স্টাফ রিপোর্টার 

জাতীয় পর্যায়ে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট(২০২৪ -২০২৫) এর চাম্পিয়ান  সাতক্ষীরার আইডিয়াল কলেজ। 

বুধবার ০৭ ই মে ২০২৫ বেলা ০৩ টায় রাজধানীর মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠ প্রাঙ্গণে চাম্পিয়ান ও রানার্সআপ সহ সর্ব প্রকার অংশগ্রহণকারীদের মধ্যে বিশেষ পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিলো মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়।
বিশেষ কারনে তিনি উপস্থিত না থাকায় তার একান্ত যুগ্ন সচিব আবুল হাসান উপস্থিত থেকে পুরস্কার বিতরণ সম্পন্ন করেন।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  মাহবুব উল- আলম(সচিব) বাংলাদেশ যুব ও ক্রিড়া মন্ত্রণালয়।

এ,সময় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুৃঁইয়ার একান্ত সচিব আবুল হাসান বলেন। সারাদেশে যুব সমাজকে মাদকের সোবল থেকে রক্ষা করতে পড়া লেখার পাশাপাশি খেলার দিকে মনোযোগী করার জন্য,শিক্ষক অভিভাবক ক্রীড়াবিদ সকলের প্রতি আহবান করেন মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া।তিনি বলেছেন আপনার সন্তান কে খেলার সামগ্রী কিনে দিয়ে খেলার প্রতি আগ্রহী করেন।মাদকের সোবল থেকে রক্ষা করতে এগিয়ে আসুন আপনিও।

৮০০ কলেজ কে টপকিয়ে চাম্পিয়ান ট্রপি হাতে নিয়ে বিজয় উল্লাসে মেতে উঠেন সাতক্ষীরা কালীগঞ্জের আইডিয়াল কলেজের খোলোয়াড় ও শিক্ষার্থী শিক্ষক শিক্ষিকা সহ সাতক্ষীরাবাসী।
আইডিয়াল কলেজোর অধ্যাপক অধ্যাপিকারা বলেন এ গৌরব শুধু আইডিয়াল কলেজের নয়, এ গৌরব সাতক্ষীরা জেলাবাসীর।তার পরেও বলবো খেলায় জয় পরাজয় আছে,যারা রানার্সআপ  প্রতিদন্ধী ছিলো বা আন্তঃকলেজ ক্রিড়া প্রতিযোগীতায় অংশগ্রহণকারী  সকল কলেজ শিক্ষার্থীদের জন্য থাকবে শুভকামনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়