প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ০১:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেসিকে পেছনে ফেলে শীর্ষে উঠতে চলেছেন রোনালদো

ছবিঃ সংগ্রহীত।

বয়সকে পাত্তা না দিয়ে ফুটবল বিশ্বের দুই উজ্জ্বল তারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো এখনও মাঠে তাদের পরিচিত ছাপ রেখে চলেছেন। রেকর্ড ভাঙা-গড়ার ধারাবাহিকতাকে তারা অব্যাহত রেখেছেন। সম্প্রতি আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই ম্যাচে মেসি ভেনেজুয়েলার বিপক্ষে দুই গোল করেন। একই সময়ে, ইউরোপীয় বাছাইপর্বে পর্তুগালের হয়ে রোনালদোও জোড়া গোল করেন।

গতকাল (শনিবার) রাতে আর্মেনিয়ার বিপক্ষে বাছাইপর্বের প্রথম ম্যাচ খেলেছিল পর্তুগাল, যেখানে তারা ৫-০ গোলে জয়লাভ করে। পর্তুগালের গোলদাতাদের মধ্যে ছিলেন রোনালদো, জোয়াও ফেলিক্স ও জোয়াও কান্সেলো। এই ম্যাচে রোনালদো আন্তর্জাতিক বাছাইপর্বে তার ৩৮তম গোল করে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হিসেবে উঠে আসেন। মেসি গত শুক্রবার একই রেকর্ডে পৌঁছেছিলেন, কিন্তু রোনালদো এবার আবার তাকে ছাপিয়ে যাচ্ছেন।

ম্যাচের ২১ মিনিটে পেদ্রো নেতোর দেওয়া বলটি লাফ দিয়ে পা দিয়ে জালে পাঠান রোনালদো। এটি তার জাতীয় দলের চার ম্যাচে ধারাবাহিক গোল। দ্বিতীয়ার্ধের শুরুতেই তিনি দূরপাল্লার এক চমৎকার শট দিয়ে আরেক গোল করেন, যা গোলরক্ষক থামাতে পারেননি।

এর মাধ্যমে রোনালদোর আন্তর্জাতিক ম্যাচে গোল সংখ্যা দাঁড়াল ১৪০ এবং বিশ্বকাপ বাছাইয়ে ৩৮। বাছাইপর্বে তার উপরে আছেন কেবল গুয়াতেমালার কার্লোস রুইজ, যিনি ৪৭ ম্যাচে ৩৯ গোল করেছেন। মেসি ৭২ ম্যাচে ৩৬ গোল করেছেন। তবে আর্জেন্টিনার পরবর্তী বাছাই ম্যাচে মেসি খেলবেন না বলে জানিয়েছেন, ফলে রোনালদোকে ছোঁয়ার সুযোগ আর থাকবে না।

বিশ্বকাপ বাছাইয়ে সর্বোচ্চ গোলদাতারা:

  •  কার্লোস রুইজ (গুয়াতেমালা) – ৪৭ ম্যাচ, ৩৯ গোল
  •  ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল) – ৪৮ ম্যাচ, ৩৮ গোল
  •  লিওনেল মেসি (আর্জেন্টিনা) – ৭২ ম্যাচ, ৩৬ গোল
  •  আলি দায়েই (ইরান) – ৫১ ম্যাচ, ৩৫ গোল
  •  রবার্ট লেভান্ডফস্কি (পোল্যান্ড) – ৪০ ম্যাচ, ৩১ গোল
  •  লুইস সুয়ারেজ (উরুগুয়ে) – ৬৪ ম্যাচ, ২৯ গোল

ইউরোপ অঞ্চলে পর্তুগাল বাছাইপর্ব শুরু করেছে মাত্র। ‘এফ’ গ্রুপে তাদের প্রতিপক্ষ আর্মেনিয়া, আয়ারল্যান্ড ও হাঙ্গেরি। প্রতিটি দল একে অপরের সঙ্গে হোম-অ্যাওয়ে ম্যাচ খেলবে। গ্রুপ পর্ব শেষে ১২টি দল সরাসরি বিশ্বকাপে যাবে, বাকি ১২ রানার্সআপের মধ্যে চারটি দল প্লে-অফের মাধ্যমে মূলপর্বে উঠবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়