স্পোর্টস ডেস্ক: স্পেনের সমাজতান্ত্রিক দলের মুখপাত্র পাত্র লোপেস ইউরোভিশনের নাম প্রত্যাহারের পর এবার ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকেও বিতর্কের ইঙ্গিত দিলেন।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) কংগ্রেসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় লোপেস জানিয়েছেন, যদি বিশ্বকাপে ইসরায়েল অংশ নেয়, তবে স্পেনও খেলায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিতে পারে। ইউরোভিশনের মতো ফুটবল প্রতিযোগিতাতেও ‘একই নীতি’ প্রয়োগ হতে পারে এই ইঙ্গিত দিয়েছেন তিনি।
ইউরোভিশন কনটেস্ট হলো ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়নের আওতায় অনুষ্ঠিত একটি সঙ্গীত প্রতিযোগিতা। সেখানে ইসরায়েল অংশ নিলে স্পেন ইতোমধ্যেই বয়কটের ঘোষণা দিয়েছে।
লোপেস বলেন, “বর্তমানে ইসরায়েল গাজা উপত্যকায় স্থল হামলা চালাচ্ছে। প্রতিদিন আমরা টেলিভিশনে দেখি শিশুদের হত্যা হচ্ছে, যারা খাদ্যের খোঁজে বের হয় তাদের গুলি করা হচ্ছে, এবং পুরো শহর ধ্বংসের মুখে। এটি আত্মরক্ষা নয়, এটি কোনো সন্ত্রাসবিরোধী অভিযান নয় এটি গণহত্যা।”
তিনি আরও উল্লেখ করেছেন, স্পেনে এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে ব্যাপক জনগণ রাস্তায় প্রতিবাদে নামেছে, যেমন সম্প্রতি ‘লা ভুয়েল্তা’ সাইক্লিং প্রতিযোগিতায় দেখা গেছে।
“আমাদের মানুষ মরতে থাকা মানুষের প্রতি নীরব সমর্থন দেখাতে চায় না। তাই ইসরায়েলি দলকে দেশের মাঠে দেখলে প্রতিবাদ হবে। এটি হলো একটি মর্যাদাবান জাতির স্বতঃসিদ্ধ অধিকার,” যোগ করেছেন লোপেস।