প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তামিমকে সামনে রেখে সাজানো হচ্ছে ষড়যন্ত্র, অভিযোগ ক্রীড়া উপদেষ্টার

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন সামনে রেখে শুরু হয়েছে তীব্র উত্তাপ। আগামী ৬ অক্টোবরের ভোটকে ঘিরে পাল্টাপাল্টি বক্তব্যে সরগরম ক্রীড়াঙ্গন।

গত রোববার (২১ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল অভিযোগ করেন, সরকারের উর্ধ্বতন মহল থেকে নাকি বিসিবি নির্বাচন প্রভাবিত করার চেষ্টা চলছে। তবে সেই অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

বেসরকারি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি পাল্টা দাবি করেন “সরকার নির্বাচনে কোনো হস্তক্ষেপ করছে না; বরং তামিমকে সামনে রেখে একটি পক্ষ সুবিধা নেওয়ার চেষ্টা করছে। এমনকি তাঁর নামের আড়ালে চলছে সন্ত্রাসী কার্যক্রমও।”

উপদেষ্টা আরও অভিযোগ তুলেছেন, তামিমপন্থী কিছু ব্যক্তি ক্লাব কাউন্সিলরশিপ দখলে রাখতে অপহরণ পর্যন্ত করেছে। এমনকি প্রার্থীদের নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার জন্য প্রলোভন দেখানো হয়েছে বলেও তার দাবি।

এদিকে জেলা, বিভাগ ও ক্লাব সংগঠকদের একটি অংশের সংবাদ সম্মেলনে অভিযোগ ওঠে সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদ বিভিন্ন চিঠি দিয়ে বিসিবি নির্বাচনকে প্রভাবিত করছে।

এই প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “সরকারের রুটিন কার্যক্রমকে হস্তক্ষেপ বলা যায় না। এখতিয়ারের বাইরে কিছু হলে সেটা আইনি পথে চ্যালেঞ্জ করা উচিত, এমনকি চাইলে আইসিসিকেও জানানো যেতে পারে।”

তবে শেষমেশ তিনি নির্বাচন যেন শতভাগ সুষ্ঠু হয়, সেই প্রত্যাশাই ব্যক্ত করেছেন। তাঁর ভাষায়, “আমার প্রিয় ক্রিকেটার হিসেবে তামিম যদি নিরপেক্ষভাবে ফ্যানদের প্রতিনিধি হয়ে অংশ নিতেন, তাহলে আরও ভালো লাগত। কিন্তু রাজনৈতিক দলের হয়ে নয়।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়