আশরাফুলের ইচ্ছা—তামিম নয়, বিসিবির সভাপতির আসনে দেখতে চান বুলবুলকে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচন ঘিরে উত্তেজনা ক্রমেই বাড়ছে। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতায় নামছেন দেশের দুই সাবেক অধিনায়ক তামিম ইকবাল ও আমিনুল ইসলাম বুলবুল। দুজনেই প্রভাবশালী প্রার্থী হওয়ায় এখন থেকেই ভোটযুদ্ধের নানা হিসাব-নিকাশ শুরু হয়ে গেছে। এর মধ্যেই নিজের পছন্দের প্রার্থীর নাম প্রকাশ করলেন সাবেক তারকা ব্যাটার মোহাম্মদ আশরাফুল।
অ্যাশের মতে, বিসিবির সভাপতির আসনে তামিমের চেয়ে বেশি উপযুক্ত বুলবুল। যদিও মাঠে দুজনের সঙ্গেই খেলার অভিজ্ঞতা আছে তার, তবে ভোটযুদ্ধে ভরসা রাখছেন তিনি নিজের সিনিয়র সতীর্থের ওপর।
আশরাফুল বলেন, তামিমের অভিজ্ঞতা মূলত খেলাকেন্দ্রিক, কিন্তু বুলবুল দীর্ঘদিন ধরে ক্রিকেট প্রশাসন ও কোচিংয়ের সঙ্গে যুক্ত। আইসিসির মতো প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতাও তার ঝুলিতে রয়েছে। ফলে নেতৃত্ব দেওয়ার জন্য বুলবুলকে অনেক বেশি প্রস্তুত মনে করছেন তিনি। সোমবার (২২ সেপ্টেম্বর) গণমাধ্যমে এসব মন্তব্য করেন সাবেক এই অধিনায়ক।
তার ভাষায়, “বিসিবির আগের দুই সভাপতি ছিলেন সাবেক অধিনায়ক। এবারও দুইজন অধিনায়ক লড়াই করছেন। তামিম যা করতে চান তা আমরা শুনছি। তবে বুলবুল ভাই ইতোমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন। তার ট্রিপল সেঞ্চুরি প্রজেক্ট দেখেছেন সবাই। ১৬ বছর লেভেল-৩ কোচিং কোর্স হয়নি, আম্পায়ারদের কোর্সও হয়নি এই গুরুত্বপূর্ণ উদ্যোগগুলো নিয়েছেন বুলবুল ভাই।”
আশরাফুলের মতে, তামিম যতই বড় খেলোয়াড় হোন না কেন, তার অভিজ্ঞতা মাঠেই সীমাবদ্ধ। অন্যদিকে বুলবুল ক্রিকেট কাঠামো, আন্তর্জাতিক পর্যায়ের কাজ এবং দেশীয় সংস্কৃতি সব দিক থেকেই সমৃদ্ধ। তাই ব্যক্তিগতভাবে তিনি বুলবুলের পক্ষেই আছেন।
তবে শেষ পর্যন্ত যিনি-ই দায়িত্ব নিন, দেশের ক্রিকেটে উন্নয়নের সুযোগ দুজনের সামনেই থাকবে বলে বিশ্বাস করেন আশরাফুল,“তামিম অবশ্যই ভালো প্রার্থী। তিনি পরিচালক হিসেবেও অবদান রাখতে পারবেন। আবার বুলবুল ভাই সভাপতি না হলেও দেশের জন্য কাজ চালিয়ে যেতে পারবেন। আসল বিষয় হলো বাংলাদেশ ক্রিকেটকে সেবা দেওয়া। তাই আমি দুজনের জন্যই শুভকামনা জানাই।”