প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরাজয়ের পর দায় কার ঘাড়ে চাপালেন অধিনায়ক জাকের

ছবি: তথ্য ভান্ডার

১৩৫ রানে পাকিস্তানকে আটকে দিয়েও জয়ের দেখা পেল না বাংলাদেশ। সেই সঙ্গে ফাইনালের স্বপ্নও গুঁড়িয়ে গেল টাইগারদের। ইনজুরিতে ছিটকে ছিলেন নিয়মিত অধিনায়ক লিটন দাস, তাই নেতৃত্বের ভার ছিল জাকের আলির কাঁধে। তবে অধিনায়কত্বে যেমন চ্যালেঞ্জ ছিল, ব্যাট হাতে তিনিও ছিলেন ব্যর্থ।

হারের কারণ খুঁজে জাকের সরাসরিই আঙুল তুললেন ব্যাটিং ব্যর্থতার দিকে।
“শেষ দুই ম্যাচেই আসল সমস্যা ছিল ব্যাটিং ইউনিটে। বিপরীতে বোলিংয়ে আমরা দারুণ করেছি। ছেলেরা সত্যিই ভালো পারফর্ম করেছে। কিন্তু ব্যাটিং ব্যর্থতার মাশুল গুনতে হয়েছে টানা দুই ম্যাচেই।”

অধিনায়কত্ব নিয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করে তিনি আরও বলেন,
“নেতৃত্ব দেওয়া সহজ নয়। তবে আমি চেষ্টা করেছি সুযোগগুলো কাজে লাগাতে, ম্যাচে ফেরানোর চেষ্টা করেছি। দায়িত্বটা উপভোগ করার চেষ্টা করেছি, মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি।”

ব্যাটিং ব্যর্থ হলেও বল হাতে সামনে থেকে লড়েছেন তাসকিন আহমেদ আর রিশাদ হোসেনরা। বিশেষ করে প্রথম ১০ ওভারে। তাই বোলারদের কৃতিত্ব দিতেও ভোলেননি জাকের।
“আমাদের বোলাররা সত্যিই গর্বিত করেছে। বিশেষ করে রিশাদ আর সাইফকে আলাদা করে বলতেই হয়। পুরো টুর্নামেন্টে সাইফ হাসানের ব্যাটিংও ছিল দারুণ, তবে দুর্ভাগ্যজনকভাবে আমরা তাকে যথেষ্ট সাপোর্ট দিতে পারিনি। তবে বোলাররা পুরো আসর জুড়েই অসাধারণ ছিল।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়