বিসিবি নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে ১৫ ক্লাবের প্রার্থীরা ভোটের লড়াই থেকে সরে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন। আগামীকাল পরিচালক পদে প্রার্থী হওয়া এসব ব্যক্তিরা মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেন। এ বিষয়ে আজ (মঙ্গলবার) রাতেই ক্লাবগুলোর প্রতিনিধিরা বসছেন জরুরি বৈঠকে।
আগামীকাল মনোনয়ন প্রত্যাহারের পাশাপাশি প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থীদের তালিকা। তবে তার আগেই আদালতের নির্দেশে তৃতীয় বিভাগের ওই ১৫ ক্লাব নির্বাচনে অংশ নিতে পারবে না। তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানও চলমান। সাবেক সভাপতি ফারুক আহমেদের করা রিটের ভিত্তিতেই আদালত এই নিষেধাজ্ঞা দেন।
পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিসিবির পরিচালক পদে আরেক প্রার্থী। তিনি বলেন, “১৫টি ক্লাবকে ঘিরে একের পর এক নাটক তৈরি হচ্ছে। প্রথমে সভাপতি পর্যায়ে আলোচনা হয়, এরপর ইসিও বাধা দেয়, পরে আবার অনুমোদন মেলে। কিন্তু আজ রিটের রায়ে সব থমকে গেল। আগামীকাল তালিকা প্রকাশের আগেই এমন সিদ্ধান্ত সত্যিই হতাশাজনক।”
সবশেষে তিনি জানান, সবমিলিয়ে ১৫ ক্লাবের প্রার্থীরা একযোগে মনোনয়ন প্রত্যাহার করতে যাচ্ছেন। আর আজ রাতের বৈঠকেই নেওয়া হবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত।