বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন ঘিরে জটিলতা যেন পিছু ছাড়ছে না। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন হঠাৎ করেই জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ কয়েকজন প্রার্থী সরে দাঁড়ালেন প্রতিযোগিতা থেকে। তামিম সাফ জানিয়ে দিলেন ,“নোংরামির সঙ্গে থাকতে চাই না, তাই আর এগোচ্ছি না।”
আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা বিসিবির নির্বাচন। এর ঠিক আগের দিন, ১ অক্টোবর ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ সময়সীমা। আর সেই দিনই সিদ্ধান্ত নিয়ে সরে দাঁড়ান তামিম।
এর আগে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তে অভিযুক্ত ১৫টি ক্লাব অংশ নিতে পারবে না আসন্ন নির্বাচনে। এরপর গুঞ্জন ছড়িয়ে পড়ে, সমঝোতা না হলে রাতারাতি প্রার্থিতা প্রত্যাহার করবে তামিমের নেতৃত্বাধীন ১২-১৩ ক্লাব। অবশেষে সকালে সেটাই বাস্তবে রূপ নিল।