সিরাজুল ইসলাম,
জেলা প্রতিনিধি:
এক সৌদি প্রবাসীর স্ত্রীকে নারিকেল গাছের সাথে কয়েক ঘন্টা বেঁধে রেখে নির্যাতন করা হয়েছে এবং তার ছেলে মেয়েকেও মারধর করা হয়েছে।
ঘট না টি ঘটেছে সোমবার (২১এপ্রিল) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সুলতানপুর ইউনিয়ন এর মধ্যপাড়া মন্তাজ মিয়ার বাড়িতে।
প্রত্যক্ষদর্শীরা জানান বিকেল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত এ নির্যাতন চলে। ঘটনার ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর পুরো এলাকয় চাঞ্চল সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত দু'জনকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ গ্রেফতার করেছে। গ্রেপ্তার কৃতরা হলেন,
মন্তাজ মিয়ার ছেলে মঙ্গল মিয়া (৪৫) ও জয়নাল আবেদীন জুনু(৪২), সম্পর্কে আসামীরা হলেন নির্যাতিত নারীর ভাসুর (স্বামীর বড় ভাই)
এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাফফর হোসেন বলেন নির্যাতনের ভাইরাল ভিডিও পুলিশের নজরে আসলে পুলিশ তৎপরতা শুরু করে। ভিডিও বিশ্লেষণ করে সনাক্তদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এ বিষয়ে একটি নিয়মিত মামলা রুজু হয়েছে এবং গ্রেফতারকৃতদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।