প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৫, ০২:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

সাজেদুল হক প্রান্ত, রিপোর্টার 

রাজধানীর বনানীতে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে হাসিবুল ইসলাম (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বনানী থানায় কর্মরত এস আই মো: জুম্মন খানের নেতৃত্বে  তার চৌকস টিম, ২৫ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে হাসিবুল ইসলামের আগারগাঁও ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়। এর আগে গত ১৯ এপ্রিল শনিবার ওই তরুণী ধর্ষণের অভিযোগে হাসিবুল ইসলামের বিরুদ্ধে বনানী থানায় মামলা দায়ের করেন। 

গ্রেফতার আসামি হাসিবুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার যতারপুর গ্রামের কাবেদুল ইসলামের ছেলে। তিনি ঢাকায় শেরেবাংলা নগরের আগারগাঁও তালতলা জনতা হাউসিং ৫নং রোডে বসবাসরত করেন। 

বনানী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান বলেন, আসামি হাসিবুল ইসলামকে অভিযান চালিয়ে তার ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়