মো: শহিদুল ইসলাম
হাটহাজারী প্রতিনিধি
কি আছে বাইর কর বলেই অস্ত্র দিয়ে জিম্মি করে দোকানের দুই ক্যাশের টাকা সহ মালামাল লুট করে নেয়ার সময় বড় ভাই কে বাঁচাতে গিয়ে ডাকাতদের গুলিতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত ছোট ভাই শহিদুল ইসলাম সায়েম(২৫)।
শনিবার (২৬ এপ্রিল) ভোর রাত ৩টার দিকে হাটহাজারী পৌরসভার বাসস্ট্যান্ডের মেখল রোডের মাথায় গাউছিয়া গ্রোসারিতে এ ঘটনা ঘটে। আহত শহিদুল ইসলাম সায়েম বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে কর্মরত রয়েছেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শী আমিনুল ইসলাম বাবু বলেন, আমার ভাই সব হিসাব নিকাশ করতে বসেছে তাই আমি ঘরে চলে আসি। এরপর দীর্ঘ সময় হয়ে গেছে,বাসায় না আসার কারনে সিসি ক্যামেরায় দেখছি কেন দেরি হচ্ছে। দেখলাম ৪ জন মুখোশ পরে অস্ত্র দিয়ে আমার বড় ভাই রাসেদকে জিম্মি করে দোকানের দুই ক্যাশের টাকা ও দামি সিগারেট সব নিয়ে যাবার সময় বাড়ির সিসি ক্যামেরায় ডাকাতি দেখে ছোট ভাই দৌড়ে এসে বড় ভাই কে বাঁচাতে গিয়ে ডাকাতরা গুলি করলে ছোট ভাই শহিদুল ইসলাম সায়েম(২৫) গুলিবিদ্ধ হয়। এসময় ডাকাত সদস্যরা গুলি ছুটতে ছুটতে পালিয়ে যায়। দ্রুত তাকে উদ্ধার করে আলিফ হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে সিএমএস হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত আইসিইউতে ভর্তি করেন।
এ ঘটনার খবর পেয়ে র্যাব-৭ ও পুলিশের দুটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।
হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হোসেন শনিবার বেলা ১২টার দিকে জানান, বাসস্ট্যান্ডে মেখল রোডের মাথায় দোকানে সংঘটিত ঘটনা শুনে ওসি স্যারসহ সিনিয়র অফিসাররা গেছেন। তবে এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেননি।পুলিশ গুরুত্বসহকারে বিষয়টি তদন্ত করতে মাঠে নেমেছে।
এ বিষয়ে জানতে হাটহাজারী মডেল থানার ওসি আবু কাওসার মাহমুদ হোসেন বলেন, আমি প্রটোকলে আছি। পরে কথা হবে বলে জানান।
উল্লখ্যঃ আওয়ামী সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে গত ৮মাসে উপজেলার বিভিন্ন স্থানে চুরি,ডাকাতি,হত্যাকান্ডের ঘটনা সহ নানা অপকর্ম বেড়ে গেছে।আইনশৃঙ্খলার পরিস্থিতি ভেঙ্গে পড়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় সচেতন ব্যক্তিরা জানান।দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনতে ও রাতে আইনশৃঙ্খল বাহিনীর টহল জোরদার করতে দাবি জানান।