প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৫, ০৮:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শরীয়তপুরে পারিবারিক কলহ: ছেলের পাইপের আঘাতে বাবার চোখ নষ্ট

মোঃ আব্দুল্লাহ, নড়িয়া (শরীয়তপুর) প্রতিনিধিঃ

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে ছেলের আঘাতে বাবার একটি চোখ উপড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িত রবিন শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটে নড়িয়া উপজেলার ভূমখাড়া এলাকায়। মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, খবির সরদার নিয়মিতভাবে তার দ্বিতীয় স্ত্রী রুমা বেগমের বাড়িতে বেড়াতে যেতেন। গত ২২ এপ্রিল রাতের খাবার সময় পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে খবির সরদার স্ত্রী রুমা বেগমকে গালমন্দ করলে, রুমা বেগমের প্রথম পক্ষের ছেলে রবিন শেখ রাগের মাথায় হাতে থাকা প্লাস্টিকের পাইপ দিয়ে খবির সরদারকে আঘাত করে। আঘাতে খবির সরদারের একটি চোখ উপড়ে যায়।

পরে গুরুতর আহত খবির সরদারকে প্রথমে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।

এ ঘটনায় খবির সরদারের প্রথম স্ত্রী জিতু বেগম নড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, রুমা বেগমের খালাতো বোনের জামাই আকবর চৌকিদার এই হামলার জন্য রবিন শেখকে প্ররোচনা দিয়েছেন। পুলিশ মামলার পর রবিন শেখকে গ্রেপ্তার করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়