প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৫, ১০:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রামগতিতে চেতনানাশক খাইয়ে স্বর্ণাংলকার ও নগদ টাকা চুরি

রামগতি লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রামগতিতে চেতনানাশক খাইয়ে একই পরিবারের চার সদস্যকে অজ্ঞান করে বসত ঘরে চুরির ঘটনা ঘটেছে। ২৬ এপ্রিল, শনিবার রাতের খাবারের (ভাতের) সাথে চেতনানাশক খাইয়ে অজ্ঞান করে নগদ ৭০হাজার টাকা এবং ৪ভরি স্বর্ণ নিয়ে গেছে চোর।

ভুক্তভোগি পরিবার ও পুলিশসূত্রে জানা যায়, চর আলেকজান্ডার ইউনিয়নের ৮নং ওয়ার্ড সবুজগ্রামের বাসিন্দা পৌর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান টিটোর ঘরে ওই দিন রাত ১২টার সময় এ চুরির ঘটনা ঘটে। রাতের খাবারের সাথে চেতনানাশক মেশানোর ফলে পরিবার চার সদস্য অসুস্থ হয়ে পড়েন। অজ্ঞান ও আহতরা হচ্ছেন- বিবি হাজেরা, মুনিয়া আক্তার, সালমা আক্তার এবং জাহিদুল ইসলাম মাহিম। এদের মধ্যে জাহিদুল ইসলাম মাহিম (১৩) কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের বাড়িতে চিকিৎসা দেওয়া হচ্ছে।


ভুক্তভোগি হাবিবুর রহমান টিটো জানান, আমাদের বাড়িতে কোনদিন এমন দুর্ধষ চুরির ঘটনা ঘটেনি। আমার কর্মস্থল কারখানা থেকে রাত ১টার সময় বাড়িতে এসে সবাইকে অজ্ঞান অবস্থায় দেখতে পাই। অন্যদিকে ঘরের আলমারিসহ বিভিন্ন আসবাবপত্রের তালা ভাঙ্গা দেখে চেক করে টাকা ও স্বর্নালংকার চুরি যাওয়ার বিষয়টি নজরে আসে। গুরুতর অবস্থায় ছেলেকে হাসপাতালে নিয়ে যাই। এ বিষয়ে রামগতি থানায় অবগত করা হয়েছে।

রামগতি থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন জানান, চুরির খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার চর পোড়াগাছা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হাই স্কুল এলাকায় কাতার প্রবাসী মোশারেফ হোসেনের বাড়িতেও চুরির ঘটনা ঘটে। মোশারেপ হোসেন জানান, গত ২১এপ্রিল আমি দেশে আসি। ওইদিন এক অসুস্থ আত্মীয়কে দেখতে যাই। রাতে ঘর খালি থাকায় চোর বাথরুমের এ্যাডজাস্ট ফ্যান ভেংগে প্রবেশ করে। এ সময় চোর ঘরের আলমারি ভেংগে স্বর্ণালংকার, নগদ টাকা মিলিয়ে প্রায় ৭লক্ষ টাকার মালামাল নিয়ে যায়। খবর পেয়ে বাসায় এসে দরজা খোলা দেখতে পেয়ে চুরির বিষয়টি জানতে পারেন। এ বিষয়ে অজ্ঞাত উল্লেখ করে রামগতি থানাশ একটি অভিযোগ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়