প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৫, ০২:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানিকগঞ্জে ৯০ পিস ইয়াবা নিয়ে বিএনপি নেতাসহ ৪ জন ডিবির হাতে গ্রেফতার

জামিল বিশ্বাস, মানিকগঞ্জঃ 

মানিকগঞ্জে বিএনপির নেতা সহ ৪ জন ৯০ পিস ইয়াবা সহ ডিবির হাতে গ্রেফতার হয় । 
সূত্রে জানা গেছে,হরিরামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক হারুন মোল্লা ডিবির হাতে রাতে আটক হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি পুলিশের ।

উল্লেখ্য,  জেলা গোয়েন্দা শাখা (পূর্ব ) জানান, মানিকগঞ্জ কর্তৃক ৯০ (নব্বই) পিস ইয়াবা ট্যাবলেট, যাহার মূল্য অনুমান ২৭,০০০/-(সাতাশ হাজার) টাকা উদ্ধারসহ ০৪ জন মাদক কারবারী গ্রেফতার করা হয়।

 জেলার পুলিশ সুপার জনাব মোছাঃ ইয়াছমিন খাতুন মহোদয়ের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, মানিকগঞ্জ এর ইনচার্জ, পুলিশ পরিদর্শক (নিঃ)/ জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন এর তত্ত্বাবধানে ডিবি (পূর্ব), মানিকগঞ্জ এর একটি অভিযানিক দল এসআই(নিঃ)/মোঃ আশিকুর রহমান এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন। 
অতঃপর হরিরামপুর থানাধীন সাকুচিয়া  সাকিনস্থ জনৈক মোস্তফার মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে তারিখ ২৮/০৪/২০২৫ খ্রিঃ সময় ০২.১০ ঘটিকায় আসামীরা হলো  ১। মোঃ রাজিব(28), পিতা- মৃত নুরুল ইসলাম, সাং- বলরদী, আসামী ২। মাহাবুব আলম শুভ(৩৫), পিতা-আনোয়ার হোসেন, সাং-কুদুরা, আসামী ৩। খন্দকার রফিকুল ইসলাম দরবেশ(৫৬), পিতা-মৃত সাদেক আলী খন্দকার, সাং-চালা, আসামী ৪। মোঃ হারুন(৪৫), পিতা-মৃত আদাম উদ্দিন, সাং-ইজদিয়া, সর্ব থানা-হরিরামপুর, জেলা-মানিকগঞ্জদেরকে আটক করেন। 

এ বিষয়ে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মুমিন খান, এ সংক্রান্তে হরিরামপুর থানায় ০১ টি মামলা রুজু প্রক্রিয়াধীন রহিয়াছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়