প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৫, ০৯:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেগমগঞ্জের ছয়ানীতে ছাত্রদল কর্মীদের হাতে খুন হলো যুবদল কর্মী, আটক ৩

মহিউদিন সুজন রিপোর্টার নোয়াখালী :

নোয়াখালীর বেগমগঞ্জে শাকিল (১৯) নামের এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে ছাত্রদলের কিশোর গ্যাং এর সদস্যরা। সোমবার রাত (২৮ এপ্রিল) সাড়ে ৮ টার দিকে উপজেলার ৫নং ছয়ানী ইউনিয়নের গঙ্গাবর বাজারের পাশে বড় বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত শাকিল গঙ্গাবর গ্রামের নোয়া বাড়ির খোকা মিয়ার পুত্র ও পেশায় সে দিনমজুর। আগামী মাসে সে বিদেশ যাওয়ার কথা রয়েছে। এ সময় স্থানীয়রা তিন জনকে আটক করে গণপিটুনি দিয়ে যৌথ বাহিনীর কাছে সোপর্দ করে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত সাড়ে ৮ টার দিকে একদল ছাত্রদলের কিশোর গ্যাং ওই এলাকায় মহড়া দেয়। এ নিয়ে শাকিলের সাথে তাদের কথা কাটাকাটির এক পর্যায়ে তারা শালিককে লক্ষ করে গুলি করে। গুলি শাকিলের নাভির নিচে লেগে গুরুতর আহত হয়। এলাকাবাসী তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ দিকে ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা পার্শ্ববর্তী ৪নং আলাইয়ারপুর ইউনিয়নের ধীতপুর গ্রামের মজিদ পাটোয়ারী বাড়ির খোকন পাটোয়ারীর ছেলে মুশফিক (২৫), একই এলাকার আবদুস সাত্তারের ছেলে জীবন (২৪) ও তাদের বন্ধু মনিরকে (২২) আটক করে গণপিটুনি দিয়ে যৌথ বাহিনীর কাছে সোপর্দ করে। তারা তিনজনই বিএনপির যুবদল নেতা মোহন পাটোওয়ারীর অধীনে ছাত্রদলের সাথে সম্পৃক্ত। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাস্থলে সেনা বাহিনী ও পুলিশ রয়েছে।
বেগমগঞ্জ মডেল থানার ওসি(তদন্ত) হাবিবুর রহমান জানান, আমরা ঘটনাস্থলে রয়েছি। তদন্ত করে পরে বিস্তারিত বলা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়