প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৫, ০৪:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুষ্টিয়ায় দুর্বৃত্তের হামলা ভাঙচুর লুটপাট ও প্রাণনাশের হুমকি 

কুষ্টিয়া প্রতিনিধি: এস,এম,বাদল

কুষ্টিয়ার মিরপুর উপজেলার কলেজপাড়া এলাকার মোঃ আক্তার আলী (৫৪) বাড়িতে  গত সোমবার (২৮ এপ্রিল) আনুমানিক রাত সাড়ে ৮ টার সময় দুর্বৃত্তের হামলা ভাঙচুর লুটপাট ও প্রাণনাশের হুমকি দিয়ে যায়।

এর প্রেক্ষাপটে ভুক্তভোগী মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে মিরপুর থানায় হাজির হইয়া অভিযোগ দাখিল করেন। আসামী ১। আব্দুল মজিদ জোয়ার্দার (৫৫), পিতা- মৃত আব্দুল গনি জোয়ার্দার, সাং- মিরপুর সেন্টার পাড়া, ২। মোঃ হামিদুল (৪৪), পিতা- মকবুল হোসেন, সাং- নয়নপুর, ৩। মোঃ রুবেল (৩৮), পিতা- মুনা, সাং- গোবিন্দগুনিয়া, সর্বো থানা- মিরপুর, জেলা- কুষ্টিয়াগণ সহ অজ্ঞাতনামা ৫/৭ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করিতেছি যে, বসতবাড়ী ও জমি-জায়গার বিষয়ে পূর্ব হইতে আসামীগনের সহিত বিরোধ চলিয়া আসিতেছে।

পূর্ব বিরোধের জের ধরিয়া গত ইং ২৮/০৪/২০২৫ তারিখ রাত অনুমান ০৮.৩০ ঘটিকার সময় উপরোক্ত আসামীগণ সহ অজ্ঞাতনামা আসামীগণ বে-আইনি জনতাবদ্ধে মিরপুর থানাধীন মিরপুর কলেজপাড়াস্থ আমার বসতবাড়ীতে অনধিকার প্রবেশ করতঃ অতর্কিতভাবে আমার বসতবাড়ীর জানালার কাচের গ্লাস, দরজা সহ বসতবাড়ীর আসবাবপত্র ভাংচুর করিয়া আনুমানিক ২,৫০,০০০/- (দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকার ক্ষতিসাধন করে। ঐ সময় আমার স্ত্রী মোছাঃ পপি খাতুন, আসামী আব্দুল মজিদ জোয়ার্দার (৫৫), মোঃ হামিদুল (৪৪) ও মোঃ রুবেল গণকে বৈদ্যুতিক আলোতে চিনতে পারে এবং উক্ত আসামীগণকে বাধা প্রদান করার চেষ্টা করে। ঐ সময় আসামীগণ আমার স্ত্রীকে প্রাণে মেরে ফেলার ভয়-ভীতি দেখাইয়া জিম্মি করিয়া রাখে এবং আসামী আব্দুল মজিদ জোয়ার্দার (৫৫), মোঃ হামিদুল (৪৪) ও মোঃ রুবেল গণকে আমাদের শয়ন কক্ষের আলমারীর তালা ভাঙ্গিয়া তাহার মধ্য হইতে নগদ ২,৬০,০০০/- (দুই লক্ষ ষাট্ট হাজার) টাকা ও ০২ (দুই) ভোরি ওজনের বিভিন্ন স্বর্ণালংকার, যাহার আনুমানিক মূল্য ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা লুটপাট করিয়া লই। ঘটনার সময় সাক্ষী ১। মোঃ হান্নান (৫৫), পিতা- অজ্ঞাত, ২। মোঃ আমিরুল (৪৮), পিতা-অজ্ঞাত, উভয় সাং- মিরপুর কলেজপাড়া, থানা-মিরপুর, জেলা-কুষ্টিয়াদ্বয় সহ আশপাশে থাকা আরো লোকজন আগাইয়া আসিয়া ঘটনার বিষয়ে দেখে ও শোনে। পরবর্তীতে ঘটনার বিষয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গদের অবগত করিলে, তাহারা আইনের আশ্রয় গ্রহণ করার পরামর্শ প্রদান করায় আমি ঘটনার বিষয়ে আমার পরিবারের সহিত আলাপ-আলোচনা করিয়া থানায় অভিযোগ দায়ের করিতে বিলম্ব হইল। উল্লেখ্য যে, আসামীগণ যে কোন সময় আমি ও আমার পরিবারে সদস্যদের জান-মালের বড় ধরণের ক্ষতিসাধন করিতে পারে। এলাকার শান্তি শৃংখলা রক্ষার্থে উল্লেখিত বিষয়টির আইনগত ব্যবস্থা গ্রহনে প্রশাসনের প্রতি জোর দাবি জানান অত্রএলাকার জনসাধারণ ও সুশীল সমাজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়