জুনায়েদ কামাল - স্টাফ রিপোর্টার
নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের গঙ্গাবর বাজারে দুর্বৃত্তকারীরা ইয়াছিন আরাফাত শাকিল (১৯) কে গুলি করে হত্যা করে। এ ঘটনার পর থেকে বেগমগঞ্জ সার্কেল, নোয়াখালী জেলার নেতৃত্বে বেগমগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ ও পুলিশ পরিদর্শক (তদন্ত), বেগমগঞ্জ থানা সঙ্গীয় অফিসার ফোর্স্ ও জেলা গোয়েন্দা শাখার একটি অভিযান টিম ছয়ানী ইউপিস্থ ২নং ওয়ার্ডের টাইলস্ ব্যবসায়ী আবুল কাশেমের বাড়ির সামনে হতে প্রায় ৬০০/৭০০ জন স্থানীয় উত্তেজিত জনতার হেফাজত হইতে গণধোলাইয়ের স্বীকার ঘটনায় জড়িত ০৩ জনকে গুরুত্বর রক্তাক্ত আহত অবস্থায় উদ্ধার করে। পরে তাদেরকে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, নোয়াখালীতে প্রেরণ করা হয়।
মঙ্গলবার রাত ৮:৩০মি: শাকিল হত্যাকান্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের নিমিত্তে র্যাব ও পুলিশের যৌথ অভিযান পরিচালনাকালে ছয়ানী ইউনিয়নের গঙ্গাবর বাজারের সামছুল হক গংদের একটি পরিত্যক্ত ডোবার দক্ষিণ-পশ্চিম পাড়ের ঝোপঝাড়ের মধ্য হতে একটি সে.মি অটোমেটিক পিস্তল, হ্যামার, ট্রিগার ও ফায়ারিং পিন সচল, পিস্তলের গায়ে একটি খালি ম্যাগাজিন সংযুক্ত আছে। পুলিশ অস্ত্রগুলো উদ্ধার করে বিধি মোতাবেক জব্দ করেন।
র্যাব, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালনা করে ঘটনাস্থল হতে এক রাউন্ড তাজা গুলি, এক রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ইয়াছিন আরাফাত শাকিল হত্যাকান্ডে উক্ত পিস্তল ও গুলি ব্যবহার করা হয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে ।
ভিকটিমের পরিবারের পক্ষ থেকে এজাহার প্রাপ্তী সাপেক্ষে মামলা রুজু প্রক্রিয়াধীন আছে। ঘটনায় জড়িত অপরাপর আসামীদের গ্রেফতারের নিমিত্তে অভিযান অব্যাহত আছে।