প্রকাশিত : ০২ মে, ২০২৫, ১০:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এন,এস,আই এর সহকারী পরিচালক ও প্রধানমন্ত্রী দপ্তরের সহকারী পরিচালক পরিচয়ে প্রতারণা করে আসছে শেখ শাদী মোঃ (ফারাজ) নামক এক প্রতারক। 

মোঃ বাদশা মিয়া, স্টাফ রিপোর্টারঃ

আশুগঞ্জ উপজেলার সোহাগ পুর গ্রামের শাহীন মিয়ার ছেলে মোঃ শাদী মোঃ ফারাজের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগের শেষ নেই। সরেজমিনে অনুসন্ধান করতে গিয়ে সোহাগ পুর গ্রামের প্রত্যক্ষদর্শীদের সাথে আলাপকালে জানা যায়। শাহীন মিয়ার ছেলে শাদী মোঃ (ফারাজ) নিজ আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর কাছে ও নিজেকে পরিচয় দিতেন এন,এস,আইয়ের সহকারী পরিচালক ও প্রধানমন্ত্রী দপ্তরের সহকারী পরিচালক। শাদী মোঃ ফারাজের ফেসবুক প্রোফাইলে একটি স্ট্যাটাসে দেখা যায়। এন,এস,আইয়ের সহকারী পরিচালক ও প্রধানমন্ত্রী দপ্তরের সহকারী পরিচালক শাদী মোঃ ফারাজ প্রধানমন্ত্রী দপ্তরের প্রশিক্ষণের জন্য বেশ কয়েকটি দেশ ঘুরে প্রশিক্ষণ দিয়ে  বন্ধুর সাথে সেলফি তুলে ফেসবুক থেকে স্ট্যাটাস দিয়ে এন,এস,আইয়ের পাব্লিসিটি করান। এই প্রতারক এন,এস,আইয়ের সহকারী পরিচালক ও প্রধানমন্ত্রী দপ্তরের সহকারী পরিচালক পরিচয়ে নিজের নামে ভিজিটিং কার্ড পর্যন্ত তৈরি করেন। 

তারপর, সোশ্যাল মিডিয়া ফেসবুক ব্যবহার করে এন,এস,আইয়ের পরিচালক ও প্রধানমন্ত্রী দপ্তরের সহকারী পরিচালক পরিচয়ে প্রতারণার ফাঁদ পেতে বিভিন্ন ব্যবসায়ী ও সাধারণ মানুষ কে টার্গেট করতেন। আসিফুর রহমান নামক এক সিনিয়র সাংবাদিকের কাছে এন,এস,আইয়ের সহকারী পরিচালক পরিচয় দিয়ে ১০ লহ্ম টাকা চাঁদা দাবী করে থ্রেড দিয়ে বলেন সময় মতো ১০,লহ্ম টাকা না,দিলে বিভিন্ন গায়েবি মামলায় ডুকিয়ে জেলে পাঠিয়ে দিবো।তারপর, আসিফুর রহমান বাদী হয়ে এম,এম আদালতে শাদী মোঃ ফারাজের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলা নং-সি আর ১০৬৫/২৪ ইং, মামলার কথা শুনে প্রতারক, সাদী মোঃ (ফারাজ) একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে কান্না জড়িত কন্ঠে বলেন। আমি দুষ্টুমির ছলে এন,এস,আইয়ের সহকারী পরিচালক ও প্রধানমন্ত্রী দপ্তরের সহকারী পরিচালক মিথ্যে পরিচয় দিয়েছি। আমাকে সবাই হ্মমা করে দিবেন।

কোর্ট তদন্তের জন্য পুলিশ বুড়ো ইনভেস্টিগেশন (পি,বি,আই) কে নির্দেশ দিয়েছেন। সাদী মোঃ ফারাজের বিরুদ্ধে যদি সুস্থ নিরপেক্ষ তদন্ত করে, তাহলে ফারাজের দ্বারা যে কতজন প্রতারিত হয়েছেন তার সততা উদঘাটন করা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়