মোঃ রিপন হাওলাদার:
গাজীপুর মহানগরের বাসন থানাধীন আউটপাড়া এলাকায় মাল্টিপয়েন্ট বিডি নামক একটি বেসরকারি প্রতিষ্ঠানে ডিবি পরিচয়ে সশস্ত্র ছিনতাইয়ের ঘটনায় ৯৮ লক্ষ টাকা লুন্ঠনের ঘটনা ঘটে। এ ঘটনায় পিবিআই গাজীপুর জেলার চাঞ্চল্যকর অভিযানে এখন পর্যন্ত মোট চারজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হয়েছে লুন্ঠিত ২২ লাখ ৫৫ হাজার টাকা।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জানায়, গত ১৪ এপ্রিল বিকাল ৫টা ৪৫ মিনিটের দিকে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি ডিবি পরিচয়ে মাল্টিপয়েন্ট বিডি প্রতিষ্ঠানে ঢুকে অফিসের স্টাফদের অস্ত্রের মুখে জিম্মি করে ভল্টে থাকা ৯৮ লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে প্রতিষ্ঠানের জিএম মোহাম্মদ একরামুল হক বাদী হয়ে বাসন থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-২০, তারিখ-১৫/০৪/২০২৫, ধারা-১৭০/৩৯৪ পেনাল কোড)।
পরবর্তীতে মামলাটি তদন্তের জন্য পিবিআই গাজীপুর জেলায় হস্তান্তর করা হয়। এসআই (নিঃ) বিশ্বজিত বিশ্বাস, বিপিএম-সেবা এর নেতৃত্বে তদন্ত শুরু হলে একে একে গ্রেফতার করা হয় চাঁদপুরের মো. আব্দুর রহমান ওরফে রাজন, কিশোরগঞ্জের মো. রবিউল ইসলাম, এবং পটুয়াখালীর দুই ভাই মো. উজ্জল ও মো. মিরাজকে। অভিযানের সময় ঢাকার ফকিরাপুল ও ভোলা, গাজীপুর ও টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ধরা হয় তাদের।
আসামীদের জবানবন্দিতে উঠে আসে পুরো ছক। তারা দীর্ঘদিন ধরে মাল্টিপয়েন্ট বিডি অফিসে অনলাইন ক্যাসিনো চালানো হচ্ছে—এমন অভিযোগ তুলে অফিসে ঢুকে ডিবি পরিচয়ে তল্লাশি চালানোর নাটক করে টাকা লুট করে। পরিকল্পনা অনুযায়ী অস্ত্রের ভয় দেখিয়ে ভল্ট থেকে টাকা বের করে নিয়ে যায় তারা।
পিবিআই জানায়, গ্রেফতার আসামিদের জবানবন্দি অনুযায়ী, ঘটনার সময় মোট ১০ জন ছিল। ছয়জন ভিতরে প্রবেশ করে, চারজন নিচে পাহারায় ছিল। তারা তিনটি ব্যাগে ভরে টাকা নিয়ে যায়।
এ পর্যন্ত তাদের কাছ থেকে সর্বমোট ২২,৫৫,০০০ টাকা উদ্ধার করা হয়েছে। আসামী আব্দুর রহমান ওরফে রাজন, উজ্জল ও মিরাজ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
পিবিআই গাজীপুরের পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ বলেন, “এটি একটি অত্যন্ত চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা। পিবিআই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে এবং মামলার অন্যান্য আসামীদেরও দ্রুত গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
সরে/আর/এইচ