প্রকাশিত : ০২ মে, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশ সেজে আওয়ামীপন্থিদের ফাঁদে ফেলে প্রতারনা

শফিকুল ইসলাম শরীফ, রিপোর্টার। 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুলিশ সেজে আওয়ামী লীগপন্থি নেতা ও স্থানীয় মেম্বার-চেয়ারম্যানদেরদের মোবাইলে ফোন দিয়ে মামলা আছে বলে ভয় দেখিয়ে একাধিক প্রতারণার মৌখিক অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, ০১৮৮৬৮৩৭১৩৭ ও ০১৯১৭১৭৪৪২২ এই দুটি মোবাইল নাম্বার থেকে ফোন দিয়ে নিজেকে কুমিল্লার বুড়িচং থানার সাব-ইন্সপেক্টর সাইফুল ইসলাম বলে দাবি করেন। তিনি নবীনগরে নতুন এসেছেন বলেও জানান। সাইফুল ভুক্তভোগীদের ফোন দিয়ে বলেন, আপনি আওয়ামী লীগের নেতা ! আপনার বিরুদ্ধে মামলা হয়েছে। যে কোন সময় পুলিশ আপনাকে গ্রেফতার করতে পারে। মামলা থেকে বাঁচতে হলে আমার সাথে যোগাযোগ করুন। এও জানা যায়, কেউ তাদের পাঁতানো ফাঁদে পা দিলে বিকাশে টাকা চান। টাকা না দিলে গুরুতর মামলায় ঢুকিয়ে দেবেন বলে ভয় দেখান।

উপজেলার বীরগাঁও ইউনিয়নের সাবেক মেম্বার কামরুল ইসলাম জানান, তাকে ফোন দিয়ে মামলা আছে বলে জানান কথিত সাব ইন্সপেক্টর সাইফুল ইসলাম। মামলা শেষ করতে চাইলে তার সাথে যোগাযোগ করতে বলেন।

নবীনগর পশ্চিম ইউনিয়নের নাম প্রকাশে অনিচ্ছুক একজন মেম্বার জানান, আমাকে ফোন দিয়ে গ্রেফতারের ভয় দেখান পরে আমি স্থানিয় বিএনপির নেতাকর্মীদের নিয়ে গিয়ে থানায় বিষয়টি মৌখিক অভিযোগ করি ও জানতে চাই সাইফুল ইসলাম নামে কোন সাব ইন্সপেক্টর আছে কিনা! নবীনগর থানা পুলিশ জানায় এ নামে কোন পুলিশ নেই।

কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির নেতা সফিক মোল্লা জানান, দুটি মোবাইল নাম্বার থেকে এলাকার বিভিন্ন নেতাকর্মী ও মেম্বার-চেয়ারম্যানদের পুলিশ সেজে ফোন দিচ্ছে মামলা আছে বলে। এটা ভাবনার বিষয়। 

নবীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেন, এ বিষয়ে তদন্ত চলছে। পুলিশ কখনো কারো মামলা আছে বলে ফোন দিবে না। পুলিশ সেজে এরা সাধারণ মানুষের সাথে প্রতারনা করছে। এদের থেকে সর্তক থাকুন।

  • সর্বশেষ