প্রকাশিত : ০৩ মে, ২০২৫, ০১:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিরোজপুর মঠবাড়িয়া কে,এই নতুন এরশাদ শিকদার!

মোঃ নিজাম উদ্দিন হারুনঃ

পিরোজপুর মঠবাড়িয়া উপজেলার দাউদ খালী ইউনিয়নের সাবেক বিএনপির সভাপতি মিজানুর রহমান তালুকদার এক আতঙ্কের নাম,সে কিনা ভয়ংকর সন্ত্রাসী এরশাদ শিকদার কেও হার মানিয়েছে, এমন তথ্য উঠে এসেছে আমাদের অনুসন্ধানে,দাউদ খালি ইউনিয়নের গিলা বাধ গ্রামের মৃত্যু ইলিয়াস এর ছেলে ইদ্রিস এর বসতভিটা উচ্ছেদ করে ইদ্রিস এর চাচাতো ভাই সৌদি প্রবাসী আল-আমীন কে দখল করে দিবেন বলে ৩ লক্ষ টাকা চুক্তি করেন আল-আমীন এর সাথে.

সেই চুক্তি অনুযায়ী গত ২৯,০৪,২০২৫ ইংরেজি তারিখ মিজানুর রহমান তালুকদার তার সন্ত্রাসী বাহিনী ইদ্রিস এর বাড়িতে হামলার উদ্দেশ্য পাঠান তার সন্ত্রাসী বাহিনীর সেকেন্ড ইন কমান্ড জাকির হোসেন এর নেতৃত্বে ৪০,৫০ জন সন্ত্রাসী ইদ্রিস এর বাড়িতে যায়.

ইদ্রিস পরিস্থিতি বেগতিক দেখে জীবন বাচাতে পালিয়ে যায় তখন ইদ্রিস কে না পেয়ে ইদ্রিস এর স্ত্রী কে মারধর করে ২৪ ঘন্টা সময় দিয়ে যান বাড়ি ছেড়ে চলে যেতে, এই বিষয় ইদ্রিস এর স্ত্রী মোসাঃ শারমিন বেগম মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলে আরো ক্ষিপ্ত হয়ে যায় দ্বিতীয় এরশাদ শিকদার মিজানুর রহমান তালুকদার, সে তার সকল সন্ত্রাসী বাহিনী নিয়ে বৃহস্পতিবার রাতে ইদ্রিস এর বাড়িতে পুনরায় হামলার উদ্দেশ্য ২৫,৩০ টি মোটরসাইকেল করে আসেন সেই সংবাদ ইদ্রিস এর স্ত্রী মোসাঃ শারমিন বেগম জানতে পেরে ৯৯৯ নাইনে ফোন করে পুলিশের সহযোগিতা চান, পুলিশের সহযোগিতা চেয়েছেন জানতে পেরে মিজানুর তালুকদার ইদ্রিস এর বাড়িতে না ঢুকে পাশের একটি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেন এবং সেখানে একটি ভুয়া অনলাইন টিভি এনে ইদ্রিস মাদক বিক্রি করে বলে মিছিল দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেন,এবং ইদ্রিস কে পাওয়া মাত্র হাতপা ভেঙ্গে মাদক দিয়ে পুলিশের হাতে তুলে দিবেন বলে হুমকি দেন.

সাথে সাথে রাজারহাট শহীদ বাচ্চু মাধ্যমিক বিদ্যালয়ের কর্মচারী ইউনুস এর বিরুদ্ধে স্লোগান দেন ইউনুসের কালো হাত ভেঙ্গে দেও গুড়িয়ে দাও, এখন এলাকার সাধারণ মানুষের প্রশ্ন কি কারণে ইদ্রিস এবং ইউনুস এর বিরুদ্ধে স্লোগান কেন তাদের উপর হামলার হুমকি,

এবিষয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানাযায় মিজানুর রহমান তালুকদার একজন সন্ত্রাসীর গডফাদার তার কথা শুনলে এলাকায় থাকা যাবে আর না শুনলে তাকে হয় এলাকা ছেড়ে চলে যেতে হবে নয়তো জীবন দিতে হবে, এই বিষয় সৌদি প্রবাসী আল-আমীন এর বাড়িতে গিয়ে তার বক্তব্য নেয়ার জন্য গেলে তাকে বাড়িতে পাওয়া যায়নি বাড়িতে তার মা ও শাশুড়ী কে পাওয়া যায় তারা জানান আল-আমীন এক থেকে দেড়শো লোক নিয়ে ইদ্রিস কে খুজতে আছে দেশীয় অস্ত্রসস্ত্রসহ  তাকে কোপানোর জন্য তাই আল-আমীন বাড়িতে নেই, যখন তাদের বক্তব্য নেয়া হচ্ছিল তখন মঠবাড়িয়া থানার পুলিশ অফিসার রিয়াজ সাহেব ও তার সাথে থাকা ফোর্স উপস্থিত ছিলেন, সেই থেকে ইদ্রিস ও তার পরিবার নিরাপত্তা হীনতায় ভুগছেন, এমনকি এই বিষয় নিউজ করলে সাংবাদিক কেও সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি দিয়েছেন.

স্থানীয় মানুষের একটাই দাবি এই সন্ত্রাসী মিজানুর রহমান তালুকদার কে,অনতিবিলম্বে আইনের আওতায় আনা হোক এবং একটি শান্ত সমাজ উপহার দেয়া হোক,এই বিষয় মিজানুর রহমান তালুকদার এর সাথে কথা বলতে চাইলে তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়