মোহাম্মদ সাজেদুল ইসলাম বুলু ,গাংনী প্রতিনিধি, মেহেরপুরঃ
বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ভারত সীমান্তবর্তী মেহেরপুর জেলার সন্ত্রাস -দুর্নীতি প্রবণ উপজেলার ধানখোলা ইউনিয়নের খড়মপুর -পাকুড়িয়া গ্রামের নির্জন সড়কে পথচারীর গতিরোধ করে ডাকাতির ঘটনা ঘটেছে ।এ সময় ডাকাতদল পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
শনিবার দিনশেষে রাত সাড়ে ন'টার সময় এ ভীতিকর ডাকাতির ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,সন্ধ্যার পরে ব্যবসায়িক কার্যক্রম শেষে এক বেকারি ব্যবসায়ী সহ কয়েকজন ব্যক্তি বাড়ি ফিরছিলেন।পাকুড়িয়া গ্রামের মধ্যবর্তী সড়কে চার-পাঁচ জনের একদল ডাকাত অস্ত্র দেখিয়ে তাদের গতিরোধ করে। এ সময় পথচারীদের নিকট থেকে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় এবং একজন বাইসাইকেল আরোহীকে গাছের সাথে বেঁধে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে।এ সময় ডাকাত দলের অবস্থান বুঝতে পেরে এক মোটরসাইকেল আরোহী দ্রুত পালিয়ে যায়।ওই মোটরসাইকেল আরোহীকে ধরবার জন্য ডাকাত দল পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায় ।বিস্ফোরণের আওয়াজ শুনে এলাকার বহু লোক ডাকাত দলকে ধাওয়া করলে সংখ্যাধিক্যের কারণে ডাকাত দল দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।তবে বিস্ফোরণে কেউ হতাহত হয়নি।
এদিকে ডাকাতের ঘটনার সংবাদ পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। গাংনী থানার পুলিশ ইনচার্জ (ওসি) বানি ইসরাইল জানান' ডাকাত দলের সদস্যদের সনাক্ত ও আটক করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।
উল্লেখ্য, এ অঞ্চলে কিছু কিছু সহিংস ঘটনায় গাংনীর জন মনে এক অজানা শঙ্কা-আতঙ্ক বিরাজ করছে।সচেতন এলাকাবাসী জানান, গাংনীর কয়েকটি জায়গায়- বিশেষ করে, খলিসাকুন্ডি ব্রিজ সন্নিহিত আকুবপুর-শুকর কান্দির মাঠ, জোড়পুকুর -চ্যাংগাড়ার মধ্যবর্তী চোখ তোলার মাঠ, গাংনী-সাহারবাটি মাঠ, খড়মপুর -পাকুড়িয়া মাঠ, মালসাদহ-হাড়িয়াদহ মাঠ, মড়কা- গোপালনগর -মালশাদহ মাঠ, এই কয়টি ডাকাত- ছিনতাই প্রবন এলাকায় টহল পুলিশ মোতায়েন করলে ডাকাত, ছিনতাই, চাঁদাবাজি বহুলাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব এবং এর ব্যবস্থা করবার জন্য এলাকাবাসী এসপি, মেহেরপুর মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছেন।