প্রকাশিত : ০৫ মে, ২০২৫, ০৮:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রামগতি ইভটিজিং এর শিকার হয়েছে মালেক মোল্লা উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী ৪জন

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষীপুর রামগতিতে ইভটিজিং এর শিকার হয় মালেক মোল্লা উচ্চ বিদ্যালয় ৪ জন শিক্ষার্থী নুহা আক্তার দশম শ্রেণী, সাবিয়া আক্তার দশম শ্রেণী,সুবর্ণা আক্তার দশম শ্রেণী,তনিকা আক্তার দশম শ্রেণী।স্কুলে যাওয়া আসার সময় প্রাই ইভটিজিং করত চর পোড়া গাছা ইউনিয়ন ৩নং ওয়ার্ডের  বাসিন্দা আব্দুল বাসেকের ছেলে রাকিব হোসেন ও তার সহযোগী বন্ধুরা, সেই ধারাবাহিকতাই গত শনিবার ৩/৫/২০২৫/স্কুলে প্রাইভেটে আসার সময় পথের মাঝে ইভটিজিং করেন এবং ছবি তোলেন মোহাম্মদ আব্দুল বাসেক এর ছেলে,মোহাম্মদ রাকিব হোসেন ও তার সহযোগী বন্ধুরা।মেয়েগুলো স্কুলে যাওয়ার পর স্কুল শিক্ষার্থীদের কে বলছে আমাদেরকে ইভটিজিং করছে এবং কিছু পোলাপাইন আমাদের ছবি তুলছে, তৎক্ষণাৎ স্কুল থেকে কিছু শিক্ষার্থী তাদেরকে বাধা দেওয়ার জন্য এগিয়ে যায়। মোহাম্মদ রিফাত হোসেন,মোঃ সামির,মোঃ সজিব, মোঃ রাহী, মোঃ শাহিক,মোহাম্মদ নাসিফ,মোহাম্মদ তানজিম, মোহাম্মদ জিহাদ,, যারা ভিডিও করছে ইভটিজিং করছে তাদেরকে বলছে তোমরা ভিডিওগুলা ডিলিট করো। তারা উত্তরে বলছে ভিডিও ডিলিট করবো না পারলে কিছু কর। ধমক ট্রেড মূলক আচরণ করছে  ইভটিজার।  ওরা কিছু করে নাই স্কুলে চলে আসছে,,স্কুল থেকে যাওয়ার পথে ইভটিজার মোহাম্মদ রাকিব তার সহযোগী বন্ধুদের কে নিয়ে এসে রড দিয়ে এলো পাতারি মালেক মোল্লা উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের কে পিটায়, গুরুতর আহত করলে এলাকাবাসীর তৎক্ষণাৎ হাসপাতাল নিয়ে যায়।ইভটিজার রাকিবের সাথে তার বন্ধু ছিল মোহাম্মদ হোসেন, শাকিল, হৃদয় একই গ্রামের বাসিন্দা। এদেরকে নিয়ে এসে ইস্কুল শিক্ষার্থীদের উপর হামলা চালায়। চার তারিখ রোববার মানববন্ধন করেন মালেক মোল্লা উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীরা। এবং রামগতি থানায় মামলা হয়, রামগতি থানার ওসি ২৪ ঘন্টার ভিতরে গ্রেফতার করবে বলে আশা দেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়