মোঃ রিপন হাওলাদার:
ময়মনসিংহের মুক্তাগাছায় পারিবারিক বিরোধের জেরে শ্বাশুড়িকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে জামাতা মনির হোসেন (২৫)–কে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই)। ঘটনার দিনের মাথায় গত ৩ মে রাতে কুমিল্লার কোটবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পিবিআই ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোঃ রকিবুল আখতার জানান, গ্রেফতারকৃত মনির হত্যাকাণ্ডের পর আত্মগোপনে চলে যায়। তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে পিবিআই’র একটি আভিযানিক দল কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
এর আগে গত ১ মে রাত আনুমানিক ২টার দিকে মুক্তাগাছার হরিরামপুর গ্রামে নিহত ফজিলা বেগমের বাড়িতে হামলা চালায় মনির ও তার সহযোগীরা। অভিযোগে বলা হয়, মনির ধারালো ছুরি দিয়ে ঘুমন্ত অবস্থায় তার স্ত্রী রুমা আক্তারকে কপালে, বাম কানের পাশে ও হাতে আঘাত করে গুরুতর জখম করে।
এ সময় রুমার চিৎকার শুনে মা ফজিলা বেগম ও বোন তাছলিমা ছুটে এলে মনির ফজিলা বেগমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় মা ও মেয়েকে প্রথমে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফজিলা বেগমকে মৃত ঘোষণা করেন।
নিহতের মেয়ে তাছলিমা আক্তার মুক্তাগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-০৩, তারিখ-০১/০৫/২০২৫)। মামলাটি তদন্তকালেই পিবিআই নিজ উদ্যোগে ৩ মে তা অধিগ্রহণ করে।
অ্যাডিশনাল আইজিপি (পিবিআই) মোঃ মোস্তফা কামালের দিকনির্দেশনায় ও জেলা পুলিশ সুপার মোঃ রকিবুল আখতার এর সার্বিক তত্ত্বাবধানে তদন্ত কর্মকর্তা এসআই (নিঃ) খাজেম মাহমুদ তদন্ত শুরু করেন।
গ্রেফতারকৃত মনির ৪ মে বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পিবিআই।
ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। মামলার তদন্ত এখনও চলমান রয়েছে বলে গণমাধ্যম শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।