বাদশা আলমগীর (কুষ্টিয়া)
৫ মে ২০২৫ (সোমবার) আনুমানিক ভোর ৫ টা থেকে সকাল ১১ টা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ট্যাপেন্ডা ডল ট্যাবলেটসহ ২ জন গ্রেফতার হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী কুষ্টিয়া ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার এখলাজ উদ্দিন সহ ২০(বিশ) জন ফোর্স এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার পরিদর্শক আবুল কালাম আজাদ ও উপ পরিদর্শক মো: ইকবাল হোসেন এবং বিভাগীয় সিপাই মো: রাশিদুল ইসলাম, মো:নুরনবী, মো: জাহিদুল ইসলাম, মামুন রহমান, আয়মান ইসলাম আকন্ত, অপূর্ব ঘোষ এবং মো: অন্তর হোসেন এদের সমন্বয়ে একটি চৌখোষ টিম গঠন করে কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন পৃথক দুটি অভিযান চালিয়ে ৩৩০(তিনশত ত্রিশ) পিচ ট্যাপেন্ডা ডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতার কৃতরা হলেন, মো: মনিরুল ইসলাম(৬০), পিতা: মৃত আখের আলী, মাতা: রোকেয়া খাতুন, উত্তর কাটদহ বাবুপাড়া, মিরপুর, কুষ্টিয়া ও
মো: রকিবুল ইসলাম(২৮), পিতা-মো: আকরাম হোসেন, মাতা-মোছা: রোকেয়া খাতুন, কেউপুর, বারুইপাড়া, মিরপুর,কুষ্টিয়া।
গ্রেফতারকৃত মনিরুল ইসলামের থেকে ১১০(একশত দশ) পিচ, যার আনুমানিক মূল্য ৩৩,০০০(তেত্রিশ হাজার) টাকা এবং রাকিবুল ইসলামের থেকে ২২০(দুইশত বিশ) পিচ, যার আনুমানিক মূল্য ৬৬,০০০(ছেষট্টি হাজার) টাকা উদ্ধার করা হয়।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মমিনুল ইসলাম বলেন, এজাহার নামীয় গ্রেফতারকৃত আসামি মো: মনিরুল ইসলাম(৬০) ও মো: রকিবুল ইসলাম(২৮) তার নিজ দখলীয় বসতঘরে মাদকদ্রব্য ট্যাপেন্ডল ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬(১) সরণি নং-(ক) ধারাই শাস্তিযোগ্য অপরাধ করায় মামলা রুজু করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল কালাম আজাদ বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়নে এমন অভিযান চলমান থাকবে।