প্রকাশিত : ০৬ মে, ২০২৫, ১২:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে গ্রেফতার - ৩, জেল হাজতে - ২

বাদশা আলমগীর (কুষ্টিয়া) 

৬ মে ২০২৫ (মঙ্গলবার) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ট্যাপেন্ডা ডল ট্যাবলেট ও গাঁজাসহ তিন জন গ্রেফতার হয়েছে। 

গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক মোঃ ইকবাল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স জাহিদুল ইসলাম, সুব্রত বর্মন, আব্বাস আলী, মেহেদী হাসান ও মামুন রহমান এদের সমন্বয়ে একটি অভিযানিক টিম গঠন করে কুষ্টিয়া সদর থানাধীন  জগতি হাট পাড়া গ্রামে অভিযান চালিয়ে আসামির নিজ বাড়ি থেকে তার দেহ তল্লাশি করে ৫০(পঞ্চাশ) পিচ ট্যাপেন্ডা ডল ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৫,০০০/(পনের হাজার) টাকা। 


গ্রেফতারকৃত আসামি হলেন, মোঃ ইমরোজ হক সম্রাট (২৭), পিতা-মো: ইন্তাজুল হক, মাতা-মোছা: খুরশিদা আক্তার, তিনি কুষ্টিয়া সদর থানার জগতি হাটপাড়া এলাকার বাসিন্দা। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এজাহারভুক্ত গ্রেফতারকৃত আসামি মোঃ ইমরোজ হক সম্রাট(২৭) অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্ডাডল ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দেহে সংরক্ষণ করার অপরাধে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,  ২০১৮ এর ৩৬(১) সরনির ২৯(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে। 

একই দিনে আরো দুইটি আলাদা আলাদা স্থানে অভিযান চালিয়ে ১৮ পিচ ট্যাপেন্ডা ডল ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা সহ মোঃ আব্দুস সামাদ(৩০), কুষ্টিয়া সহরের আড়ুয়াপাড়া থেকে এবং মো: মোমিন(২২), কুষ্টিয়া সদর থানাধীন জগতি মঙ্গলপাড়া থেকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে  বিভিন্ন ধারাই দোষী সাব্যস্ত করে জেল হাজতে প্রেরণ করা হয়। 

এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করেন, মো: জাহিদ হাসান, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয় কুষ্টিয়া। 

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো: ইকবাল হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়নে এমন অভিযান চলমান থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়