প্রকাশিত : ০৭ মে, ২০২৫, ০৯:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা সহ ১ জন আটক

বাদশা আলমগীর (কুষ্টিয়া) 
গতকাল বুধবার ৭ মে ২০২৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত অভিযানে কুষ্টিয়া দৌলতপুর থেকে গাঁজা সহ একজন আটক হয়েছে। 

গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো: ইকবাল হোসেনের নেতৃত্বে  সঙ্গীয় ফোর্স নিয়ে আসামির নিজ বাড়ি দৌলতপুর থানাধীন আল্লাহর দরগা, সোনাইকুন্ডি লস্কর পাড়া অভিযান পরিচালনা করে, ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২০,০০০/(বিশ হাজার) টাকা।

গ্রেফতারকৃত আসামি মো: তপু হসেন(৩১), পিতা-মৃত আসাদুজ্জামান আসালত, মাতা: রাশিদা খাতুন,  সোনাইকুন্ডি, আল্লাহর দরগা,দৌলতপুর,  কুষ্টিয়া 
 
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এজাহারভুক্ত গ্রেফতারকৃত আসামি মো: তপু হোসেন(৩১), মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের
উদ্দেশ্যে নিজ বসত বাড়িতে সংরক্ষণ করার অপরাধে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে, যার  মামলা নং -১৭। 


বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক ইকবাল হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়নে আমাদের এমন অভিযান চলমান থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়