প্রকাশিত : ০৮ মে, ২০২৫, ০১:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লার চৌদ্দগ্রাম মাদকের গোপন আস্তানায় সেনাবাহিনীর অভিযান, মাদকসহ আটক-৪

মহিউদ্দীন মাসুম চৌদ্দগ্রাম ,কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে মাদকের  আস্তানায় সেনাবাহিনী হানা দিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ চার মাদক কারবারিকে আটক করে চৌদ্দগ্রাম থানায় সোপর্দ করেছে। 
বৃহস্পতিবার (৮ মে) ভোর রাতে আলেখার চর ও চৌদ্দগ্রাম সেনা ক্যাম্পের যৌথ টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালারপুল এলাকার জোনাকি হোটেলের পেছনে অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার করেছে। এসময় চারজন চিহ্নিত মাদক   ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে।  সেনাবাহিনীর উপস্হিতি টের পেয়ে প্রধান সন্দেহভাজন এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
উদ্ধারকৃত মাদক দ্রব্যের মধ্যে ৪২৪ বোতল ফেনসিডিল, ১২৫ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ৪২ পিস ইয়াবা ট্যাবলেট, ৭ লিটার চোলাই মদ, ১২ লিটার চোলাই মদের কাঁচামাল, ১২ বোতল কিংফিশার ও হি-ম্যান বিয়ার,  ১ বোতল  সিলোফস (অ্যালুমিনিয়াম সালফাইড) বিদেশি মদের বোতল। এ ছাড়াও নগদ ১৭ হাজার টাকা, ৮ টি মোবাইল ফোন (অ্যান্ড্রয়েড ও বাটন) সেট , ৪ টি ফয়েল পেপার । 
আটককৃত মাদক ব্যবসায়ীরা হচ্ছে, রংপুরের  হরিচরণ লস্কর এলাকার শাহ আলমের ছেলে আল আমিন (২০), চৌদ্দগ্রাম উপজেলার রাজেন্দ্রপুর গ্রামের আবুল কালামের ছেলে আব্দুর রহিম (১৪), জগমোহনপুর গ্রামের আবাদ মিয়ার ছেলে রাজিব (৩০), চাং চাং নগর গ্রামের মৃত মনোয়ার আলীর ছেলে মোহাম্মদ ইউসুফ (২৭)।
সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন সূত্র জানায়, অভিযান শেষে যথাযথ প্রক্রিয়ায় জব্দকৃত মাদকদ্রব্য ও আটককৃতদের চৌদ্দগ্রাম থানায় সোপর্দ করা হয়েছে। সেনাবাহিনীর সাঁড়াশি অভিযান  জনস্বার্থে অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়